
কন্যা সন্তানেরা জাগো (পর্ব-এক)
অনন্যা হক
আমাদের আদি পুরুষেরা সেই যুগে মেয়েদেরকে লেখাপড়া করার সুযোগ দিত না।অন্দরমহলে রেখে দিত।তাদেরকে ঘরের কাজের জন্য শুধু মাত্র দাসীর মত করে বড় করে তুলতো। কালের বিবর্তনে, মেয়েদের সুপ্ত বাসনা এবং কিছু উদার, আধুনিক, মানসিক ভাবে শিক্ষিত পুরুষদের সাহায্য পেয়ে, মেয়েরা ঘুরে দাঁড়াতে শেখে, সাহস পায়।তাই আজ মেয়েরা এখানে। মেধা আর যোগ্যতায় মেয়েরা ঘরে বাইরে সমান পারদর্শী।
মেয়েদের সমান অধিকারের কথা উঠলেই, চারিদিকে হৈ হৈ রব ওঠে, প্রচন্ড বাঁধা সামনে এসে দাঁড়ায়।এগুলো কারা কেন করে আমরা জানি। ঠিক একই কারণে এখনও নারী শ্রমিকদের বেতন পুরুষদের সমান দেয়া হয় না।।
আগের যুগের প্রেক্ষাপটে ছেলেরা পৈতৃক সম্পত্তি পুরোটাই ভোগ করতো।কাজেই বাবা-মা কে দেখতে তারা বাধ্য ছিল। অসহায়, বিপন্ন বোনেরাও, নিজের বাড়িতে ভাই, ভাবির বোঝা হয়ে উঠতো। এখন যুগ, সময়, প্রেক্ষাপট পাল্টে গেছে, ঘরে ঘরে একটা দুইটা করে সন্তান।কে বাবা মা, পরিবার