
ধর্মগুরু রামের রায় কাল, কোর্ট বসছে জেলের ভেতরেই
ভারতে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত বিতর্কিত ধর্মগুরু বাবা গুরমিত রাম রহিমের রায় আগামীকাল ঘোষণা করা হবে। সাজা ঘোষণার আগে হরিয়ানার রোহটাক জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রায় দেয়ার জন্য সোমবার জেলের ভেতরেই আদালত বসছে। খবর বিবিসির।
এর আগে হরিয়ানার পাঁচকুলাতে শুক্রবার সিবিআই আদালত রাম রহিমকে ধর্ষণে দোষী সাব্যস্ত করলে তার হাজার হাজার ভক্ত হরিয়ানা, পাঞ্জাব ও দিল্লির বিভিন্ন জায়গায় তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন, ট্রেন-বাসও জ্বালিয়ে দেওয়া হয়।
সেদিনের সহিংসতায় অন্তত ৩৫জন নিহত ও আরও বহু লোক জখম হওয়ার পর অভিযোগ ওঠে, হরিয়ানা প্রশাসন পরিস্থিতি সামলাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। সোমবার যাতে সেদিনের ঘটনার পুনরাবৃত্তি না-হয়, তার জন্য চরম সতর্কতা নেওয়া হচ্ছে।
৫০ বছর বয়সী বাবা গুরমিত রাম রহিমকে এখন বন্দি রাখা হয়েছে রোহটাকের সানোরিয়া জেলে, যেটি রোহটাক শহর থেকে দশ কিলোমিটার দূরে