
অস্তিত্ব
অনন্যা হক
দুই জন নারী, পুরুষ বিয়ে করে দুজনের সমান প্রয়োজনে।বিয়ে করলে কারো শরীরের রক্ত কি পাল্টে যায়? তাহলে ঠিকানা, পদবী এগুলো কেন পাল্টে দেয়া হয়? নারীদেরও দেখি খুব অহংকারের সাথে স্বামীর পদবী কাঁধে ঝুলিয়ে ঘুরে বেড়ায়। তখন তাদের নিজেদেরকে ঠিক কি মনে হয়, জানতে ইচ্ছে করে। কখনও বাবার ,কখনও স্বামীর, তাহলে নিজের পরিচয় কি?
যার দুই অথবা তিন বিয়ে হয়, তার কতবার পদবী পাল্টাতে হবে, এটা অনেক বড় প্রশ্ন। একজনের সাথে বনিবনা না হলে আর এক বিয়ে হবে এটাই স্বাভাবিক ।
ঠিকানা এবং পদবী পাল্টে কেন পরিচিত হতে হবে, এতে কি লাভ, কিসের এত আহ্লাদের বিষয় হয়ে দাঁড়ায়?
একজন আমি কি আমি হিসেবে যথেষ্ট নয়? একটা মেয়ে হোক অল্প শিক্ষিত, না করুক বাইরে কাজ, একটা সংসারে একজন নারী প্রথমত মানুষ হিসেবেই তার আমিত্ব’র একটা সন্মান থাকা উচিত। এর পর সংসারে তার যে পরিমাণ আত্মত্যাগ থাকে, এটাই যথেষ্ট তার পরিচয়ের জন্য।
এখন যুগ কত পাল্টে গ