
৪৬ বছর পর মায়ের সাথে দেখা
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস বিমানবন্দরের অভ্যর্থনা গেটের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছেন রেমন্ড আব্রু (৪৭) ও অ্যান্থনি উইগস (৪৬)।সম্পর্কে তাঁরা দুই ভাই। তারা অপেক্ষা করছেন তাঁদের মা এর জন্য। ৪৬ বছর পর মা এর সঙ্গে তাঁদের দুজনের দেখা হবে। আর এ কারণেই দুই ভাইয়ের অধীর অপেক্ষা!
অবশেষে বিমানবন্দরের অভ্যর্থনা গেট পার হতে দেখা গেল, এলসি নামের এক প্রবীণ নারীকে। তাঁকে দেখেই খুশিতে ঝলমল করে উঠল অ্যান্থনি উইগস ও রেমন্ড আব্রুর চোখ-মুখ। এলসি দুজনের একজনকে দেখে চিৎকার করে বলে উঠলেন, ‘তুমি রেমন্ড?’ হ্যাঁ-সূচক মাথা নাড়তেই আবেগঘন এক দৃশ্যের অবতারণা হলো। মা সমানে আদর করতে থাকলেন তাঁর সন্তানকে, যেন ৪৬ বছরের আদর একবারে পুষিয়ে দিতে চান তিনি!
নিজেকে আর ধরে রাখতে পারেননি অ্যান্থনি। তিনিও গিয়ে জড়িয়ে ধরলেন মাকে। এবার দুই ছেলেকে প্রাণভরে আদর করতে থাকেন মা এলসি। স্বজনরা তো বটেই, পুরো বিমানবন্দরের মানুষ দেখল সন্