
হাসির প্রয়াণ
রোমেনা লেইস
সেদিন শুক্রবার ।হাসির মায়ের শরীরটা বেশ খারাপ। মা কেন যেন চির রুগ্না।বিছানায় পড়ে থাকেন বেশী।বাসায় পোষা কুকুরটাও থেকে থেকে গলা উঁচু করে কাঁদছে কেন জানি।
-কাঁদিস না ডন কাঁদিস না।চুপ কর চুপ কর।বিছানায় শুয়ে শুয়েই আম্মা বলেন।
ওদের সবার বড়বোনের বিয়ে হয়েছে অনেক বছর।বড়বোন লন্ডনপ্রবাসী।কয়েক বছরে একবার অনেক উপহার নিয়ে বেড়াতে আসেন।মাসখানেক থেকে চলে যান।তবে রানু বুবু নাকি বড় মায়ের মেয়ে।মানে হাসির সৎমায়ের মেয়ে।ওর বাবার দুই বিয়ে। রানুবুবুর মা মারা যাবার পর হাসির মাকে বিয়ে করেন তমিজউদদিন সাব রেজিস্ট্রার ।
বহুবছর দেশে আর রানুবুবু আসে না।হাসি,মিনু,বীনু তিনবোন।ভাই দুজন।পিঠাপিঠি ভাই কমল।সব ছোট ভাই অভিক। হাসি সবার বড়।
হাসি গোলগাল অপূর্ব সুন্দরী।মায়াবী চেহারা।চুল দেখার মতো, ঘন কালো হাঁটু পর্যন্ত লম্বা।ঠোঁটের বাম পাশে তিল তাঁকে আরও আকর্ষনীয় করেছে।হাসিতে মুক্তো ঝরে।ছোট দুইবোন মিনু,বীনু কমলের ছো