
সিঁদুরে ভয়াবহ মাত্রার সিসা, সতর্ক করছেন গবেষকরা
কিছুদিন পরেই দুর্গা পুজা। সিঁদুর খেলা নিয়ে বাঙালির আবেগে ভাসার দিন আসছে। এর আগেই সিঁদুর নিয়ে আশঙ্কার কথা শোনালেন গবেষকরা। নিউ জার্সির পিসকাটাওয়ের রুটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রিত অধিকাংশ সিঁদুরেই মাত্রাতিরিক্ত পরিমাণে লেড (সিসা) রয়েছে। যা ডেকে আনতে পারে নানা শারীরিক সমস্যা। আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিবাহিত হিন্দু নারীরা নিয়মিত ভাবে ব্যবহার করেন সিঁদুর। সিঁথি ছাড়াও কপালে সিঁদুরের টিপও পরেন বয়স্ক নারীরা। যে কোনও পুজার সময় সিঁদুরের টিকা দেওয়ার রেওয়াজও অন্যতম। তাই সিঁদুরকে আরও আকর্ষণীয় লাল রং দিতে লেড টেট্রক্সাইড ব্যবহার করে অনেক সিঁদুর প্রস্তুতকারক সংস্থা।
এই গবেষণায় ব্যবহৃত ১১৮টি সিঁদুরের নমুনার মধ্যে ৯৫টিই এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিভিন্ন দক্ষিণ এশীয় দোকান থেকে। ২৩টি নমুনা সংগ্রহ করা হয়েছিল মুম্বই, দিল্লি-স