
‘সালোয়ারের উপর গেঞ্জি পরা নিষেধ!’
শাকিলা রূম্পা
কী? শিরোনাম দেখে চমকে গেলেন তো? আমিও প্রথমে চমকে গিয়েছিলাম এরকম সংবাদ শিরোনাম দেখে। এমন আদেশ জারি করে নোটিশ টানানো হয়েছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলে।
এ বিষয়ে কিছু প্রশ্ন আমার মাথায় খেলা করছে। আচ্ছা আমি বাসায় কিংবা হলে কি পোশাক পরব সেটা কেন অন্য কেউ নির্ধারণ করে দেবে বা অন্যজন কেন নাক গলাবে? যে পোশাকে আমি স্বাচ্ছন্দ্যবোধ করব সেটাই তো আমার পরা উচিত। নাকি?
দ্বিতীয় কথা হলো এই আবাসিক হলে কি মেয়েদের পাশাপাশি ছেলেরাও থাকে? যদি তা না হয় তাহলে, হল সীমানার মধ্যে মেয়েরা কি পোশাক পরল তাতে কি আসে যায়? ঘরের বাইরে বেরুতে মেয়েরা কি পোশাক পরবে সে বিষয়ে নাক গলানোর কাজটা তো আদিকাল থেকেই করে আসছে সমাজ-আপনারা। এবার হলের ভেতরের বিষয়ে নাক গলানো শুরু হলো। এরপরে কি? এধরণে নোটিশ দিয়ে মুক্ত মনের পরিচয় দিলেন হল কর্তৃপক্ষ? এখন কথা হলো, ঠিক এরকম একটা শিরোনামের স