
সমালোচনার মুখে ইরানের মন্ত্রী সভায় তিন নারী ভাইস প্রেসিডেন্ট অন্তর্ভুক্ত
মন্ত্রী সভায় কোন নারী সদস্যকে না রাখায় সমালোচিত হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি তিন নারীকে ভাইস প্রেসিডেন্ট এবং একজনকে নাগরিক অধিকার বিষয়ক সহকারী নিয়োগ করেছেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন, ভাইস প্রেসিডেন্ট হিসাবে পরিবার ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে মাসুমে এবতেকার, আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে লেইয়া জোনেদি, আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে লেইয়া জোনেদি এবং নাগরিক অধিকার বিষয়ে প্রেসিডেন্টের সহকারীর দায়িত্বে শাহীনদক্ত মোলাভার্দি।
ইরানে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর দেশটির মন্ত্রিসভায় নিয়োগ পান মাত্র একজন নারী সদস্য ।
নাগরিক অধিকার বিষয়ে প্রেসিডেন্টের সহকারীর দায়িত্ব পাওয়া শাহীনদক্ত মোলাভার্দি বলেছেন পুরো পুরুষ সদস্যের এই মন্ত্রিসভা এটাই বুঝিয়ে দেয় যে ''আসলেই কোন অগ্রগতি নেই।''
সংস্কারবাদীরা বলছিলেন, নতুন মন্ত্রিসভায় নারীদের অনুপস্থিতি দেখে মনে হচ্ছ