আগস্ট ৯, ২০১৭ - Women Words

Day: আগস্ট ৯, ২০১৭

সমালোচনার মুখে ইরানের মন্ত্রী সভায় তিন নারী ভাইস প্রেসিডেন্ট অন্তর্ভুক্ত

সমালোচনার মুখে ইরানের মন্ত্রী সভায় তিন নারী ভাইস প্রেসিডেন্ট অন্তর্ভুক্ত

মন্ত্রী সভায় কোন নারী সদস্যকে না রাখায় সমালোচিত হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি তিন নারীকে ভাইস প্রেসিডেন্ট এবং একজনকে নাগরিক অধিকার বিষয়ক সহকারী নিয়োগ করেছেন। নিয়োগপ্রাপ্তরা হলেন, ভাইস প্রেসিডেন্ট হিসাবে পরিবার ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে মাসুমে এবতেকার, আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে লেইয়া জোনেদি, আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে লেইয়া জোনেদি এবং নাগরিক অধিকার বিষয়ে প্রেসিডেন্টের সহকারীর দায়িত্বে শাহীনদক্ত মোলাভার্দি। ইরানে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর দেশটির মন্ত্রিসভায় নিয়োগ পান মাত্র একজন নারী সদস্য । নাগরিক অধিকার বিষয়ে প্রেসিডেন্টের সহকারীর দায়িত্ব পাওয়া শাহীনদক্ত মোলাভার্দি বলেছেন পুরো পুরুষ সদস্যের এই মন্ত্রিসভা এটাই বুঝিয়ে দেয় যে ''আসলেই কোন অগ্রগতি নেই।'' সংস্কারবাদীরা বলছিলেন, নতুন মন্ত্রিসভায় নারীদের অনুপস্থিতি দেখে মনে হচ্ছ
পরকীয়া-স্বকীয়া কোনটাই নারী-পুরুষ সম্পর্কের অনিবার্য পরিণতি নয়

পরকীয়া-স্বকীয়া কোনটাই নারী-পুরুষ সম্পর্কের অনিবার্য পরিণতি নয়

প্রীতি ওয়ারেছা কয়েকদিন ধরে ফেসবুকে বসে বসে পরকীয়া বিষয়ক সার্কাস দেখলাম, চলমান যদিও। অতি লেবু কচলানিতে মনে হচ্ছে নারীর সার্বিক অধিকার আদায়ের আন্দোলন এখন গিয়ে পরকীয়ায় ঠেকেছে। প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এভাবে- নারীবাদীরা কী তবে উগ্র যৌনতায় বিশ্বাসি! প্রায় বছরখানেক আগের একটি পরকীয়া বিষয়ক লেখা সম্প্রতি এসে নিউজফিড কাঁপাচ্ছে। সেই লেখাকে কেন্দ্র করে একদিকে যেমন মুগ্ধ পাঠক ও সতীর্থরা পরকীয়াকে মহান দাবী করে সেটাকে প্রতিষ্ঠা করার উদ্যোগে সামিল হচ্ছেন, অন্যদিকে একের পর এক সমালোচনার হাতুরিপেটাও চলছে। লেখার একজায়গায় নারীকে গর্ব করে বলতে বলা হয়েছে- পরকীয়া না, বল স্বকীয়া করি! আচ্ছা ধরে নিলাম কোন নারীর কাছে পরকীয়া অনৈতিক নয়। ঠিক একই কাজ সেই নারীর স্বামী করলে সেই প্রতিক্রিয়াও নিশ্চিত সমান্তরালই হবে, তাইতো! তিনি স্বামীর মহান পরকীয়াকে সম্মান দিতে স্বামীর বর্তমান নারীকে নিশ্চয়ই বলবেন- এসোগো সতীন