
কনে দেখা (পর্ব এক)
অনন্যা হক
কই রে জামিলা? আজ তোর এত কি কাজ, এদিকে আয়।
কি দাদি, ডাক কেন?
কি করিস? বেলা হয়ে গেল, গোসল করবি না?
তোমার ছাগল কে কাঠালের পাতা খাওয়াই।
থাক আজ না হয়, কাজ একটু কম কর বোন ।এদিকে আয়, এই যে তোর জন্য, মসুর ডাল আর হলুদ বেটে রেখেছে সখিনা, এইটা নিয়ে কিছু ক্ষণ হাতে,মুখে মেখে তারপর গোসল করতে যা।
কেন দাদি, একদিন চকচকে দেখালে কি হবে, তারপর আমি যেমন, তেমনই দেখবে প্রতিদিন।আমি এগুলো মাখবো না, তুমি মাখ।
আরে,শুধু মুখে মুখে তর্ক করিস কেন? তুই শ্বশুর বাড়ি গেলে বড় বিপদে পড়বি।
জামিলা কে দাদি খুব ভালবাসে। জামিলার গায়ের রং কালো, তাই দাদির চিন্তার কোন শেষ নেই।আজ তাকে দেখতে আসবে, ছেলের বাড়ি থেকে ।
জামিলা দাদির কাছে এসে বসে, বলে, দাও দাদি তোমার পান ছেঁচে দেই।
দাদি বলে, আজ আর সময় নেই, সখিনা দিয়েছে।তুমি জানো না, আজ তোমারে দেখতে আসবে?
আচ্ছা দাদি, তোমার আমাকে নিয়ে এত চিন্তা কেন? দেখ বিয়ে আ