আগস্ট ১৭, ২০১৭ - Women Words

Day: আগস্ট ১৭, ২০১৭

কনে দেখা (পর্ব এক)

কনে দেখা (পর্ব এক)

অনন্যা হক কই রে জামিলা? আজ তোর এত কি কাজ, এদিকে আয়। কি দাদি, ডাক কেন? কি করিস? বেলা হয়ে গেল, গোসল করবি না?  তোমার ছাগল কে কাঠালের পাতা খাওয়াই। থাক  আজ না হয়, কাজ একটু কম কর বোন ।এদিকে  আয়, এই যে তোর জন্য, মসুর ডাল আর হলুদ বেটে রেখেছে সখিনা, এইটা  নিয়ে কিছু ক্ষণ হাতে,মুখে মেখে তারপর  গোসল করতে যা। কেন দাদি,  একদিন  চকচকে দেখালে কি হবে, তারপর  আমি যেমন, তেমনই দেখবে প্রতিদিন।আমি  এগুলো মাখবো না,  তুমি মাখ। আরে,শুধু মুখে মুখে তর্ক করিস কেন? তুই শ্বশুর বাড়ি গেলে বড় বিপদে পড়বি। জামিলা কে দাদি খুব ভালবাসে। জামিলার গায়ের রং কালো, তাই দাদির চিন্তার কোন শেষ নেই।আজ তাকে দেখতে আসবে, ছেলের বাড়ি থেকে । জামিলা দাদির কাছে এসে বসে, বলে, দাও দাদি তোমার পান ছেঁচে দেই। দাদি বলে, আজ আর সময় নেই, সখিনা দিয়েছে।তুমি জানো না, আজ তোমারে দেখতে আসবে? আচ্ছা দাদি, তোমার আমাকে নিয়ে  এত চিন্তা কেন? দেখ বিয়ে আ
কন্যাসন্তানের মা হতে ভয় পাই, মোদীকে টুইট অভিনেত্রীর

কন্যাসন্তানের মা হতে ভয় পাই, মোদীকে টুইট অভিনেত্রীর

টেলিভিশনের বিখ্যাত তারকা দিব্যাঙ্কা ত্রিপাঠি স্বাধীনতা দিবসের সকালে ভারতের চণ্ডীগড়ে এক নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। নিজের ভয়ের কথা জানাতে সরাসরি টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। লিখেছেন, কী বেটি বাঁচাও? এখন বেটি বাঁচাও! পুত্র নয়, কন্যাসন্তানের মা হতে চেয়েছি। কিন্তু মেয়ে হলে কী জবাব দেব? কেন ওকে স্বর্গ থেকে এই নরকে নিয়ে এলাম? টিভি সিরিয়াল ‘ইয়ে হ্যায় মহব্বতে’ এবং ডান্স রিয়্যালিটি শো ‘নাচ বলিয়ে’-তে নজর কেড়েছেন দিব্যাঙ্কা। বেশিরভাগ সিরিয়ালে তাঁকে এক জন সাহসী মা, মেয়ে এবং স্ত্রী হিসেবেই দেখা যায়। স্বাধীনতা দিবসেও মেয়েদের উপর অত্যাচারের ঘটনায় ক্ষুব্ধ অভিনেত্রী সরাসরি ভারতের কেন্দ্রীয় প্রকল্প ‘বেটি বাচাও, বেটি পড়াও’-এর সমালোচনা করেছেন। তিনি আরও লিখেছেন, স্যর, মহিলাদের সঙ্গে অন্যায় কাজ যারা করে, তাদের এমন শাস্তি দিন যে, খারাপ নজরে দেখার আগে তাদের আত্মা কেঁপে ওঠে। আপন