
সাহেব-ই-দাওয়া
জেসমিন চৌধুরী
গতবছর ঢাকায় আমার স্বামীর এক বন্ধুর বাসায় তার পিতার মৃত্যু পরবর্তী মিলাদ মাহফীলে গেছি। আর সবার সাথে দুই হাত তুলেছি মোনাজাতে অংশ নেবার জন্য। একপর্যায়ে প্রার্থনাটি পুরুষতান্ত্রিক রূপ নিয়ে নিল যখন সুললিত কন্ঠে হুজুর গাইতে লাগলেন, ‘হে আল্লাহ, আমাদের যাদের যাদের পুত্রসন্তান উচ্চশিক্ষার্থে বিদেশে আছে, তুমি তাদের হেফাজত করো। হে আল্লাহ আমা...দের যাদের যাদের পুত্রসন্তান চাকরিবাকরি করছে তাদেরকে তুমি তরক্কি দাও...।’
এভাবে একের পর এক আল্লাহপাকের দরবারে সাতটি আরজি পেশ করা হলো খাস করে পুরুষসন্তানদের জন্য। প্রতিটি নতুন আরজির সাথে হুজুরের কন্ঠস্বর আরো চড়া হতে লাগল, সেইসাথে আবেগের মাত্রাও। শুনতে শুনতে আমার কান গরম হয়ে উঠতে লাগল, মোনাজাতের উদ্দেশ্যে তোলা হাত দু’টো শিথিল হয়ে নিজেরই কোলে এসে পড়লো।
মোনাজাত শেষ হলে সমবয়েসী কয়েকজনের সাথে বারান্দায় বসে কাচ্চি আর বুরহানি খেতে খেতে জিজ্ঞেস করলাম, ‘আ