Developer, Author at Women Words

Author: Developer

ফিল্ম ক্লাবের মিলনমেলায় গাইলেন মৌসুমী-শাকিব খান

ফিল্ম ক্লাবের মিলনমেলায় গাইলেন মৌসুমী-শাকিব খান

চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, তারকা অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতিতে গতকাল নরসিংদীর মাধবদীর নওপারায় ‘হেরিটেজ রিসোর্টে’ হয়ে গেল বাংলাদেশ ফিল্ম ক্লাবের ‘পারিবারিক মিলনমেলা ২০২০’। আর সেই অনুষ্ঠানে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার ‘এখন তো সময় ভালোবাসার’ শিরোনামের জনপ্রিয় গানটি সকলকে গেয়ে শোনান চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী। আর সেই গানে মৌসুমীর সঙ্গে গাইলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানও। সকাল থেকে শুরু হওয়া এই মিলনমেলার আহ্বায়ক ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। তারকাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলমগীর, অঞ্জনা, ফিল্ম ক্লাবের সভাপতি অমিত হাসান, ওমর সানী, শাকিব খান, শাহনূর, পপি, রত্নাসহ অনেকে। অনুষ্ঠানে ওমর সানী-পপির পরিবেশনাও ছিল চোখে পড়ার মত। পরিচালক সমিতির পক্ষ থেকে মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, সোহানুর রহমান সোহান, অপূর্ব রানা, শাহীন কবির টুটুলসহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চলচ্চিত্র প্রযোজ
সিলেটে চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ

সিলেটে চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। চকলেটের লোভ দেখিয়ে একই এলাকার আব্দুল লতিকে (৬৩) শিশুটিকে ধর্ষণ করে বলে শিশুর পরিবারের অভিযোগ। এ ঘটনায় আব্দুল লতিকে আসামি করে শিশুর পরিবার থানায় মামলা দায়ের করে। অভিযুক্ত আব্দুল লতিকে (৬৩) গ্রেপ্তার করে বুধবার (২৬ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত আব্দুল লতি উপজেলার চারখাইয়ের লাংলাকোনা গ্রামের মৃত মোশাহিদ আলীর ছেলে। পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের লাংলাকোনা গ্রামের একটি প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। গত রবিবার বিকাল ৪টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গেলে পথে চকলেট দেওয়ার কথা বলে আব্দুল লতি নিজের মুদির দোকানে নিয়ে যায়। পরে তাকে ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় ওই শিশুটি বাড়িতে এসে ঘটনাটি তার মাকে বলে। প
মৃত্যু ছিন্ন করলো দুই বান্ধবীকে

মৃত্যু ছিন্ন করলো দুই বান্ধবীকে

সনিয়া (৩০) ও দুলদানা আক্তার কচির (৩২) পরিচয় পাঁচ বছর আগে। সেই থেকে বন্ধুত্ব। এরপর থেকেই একসঙ্গে পথচলা শুরু। রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেছেন তারা। কচির মা-বাবা কেউ বেঁচে নেই। সনিয়ার মা-বাবাকেই তিনি মা-বাবা বলে ডাকতেন। এর মধ্যে সনিয়ার নয় মাস আগে ভারতে এক যুবকের সঙ্গে বিয়ে হয়। সেখানেই ছিলেন সনিয়া। ছুটিতে বাবা-মা ও ভাইবোনের সঙ্গে সময় কাটাতে দেশে আসেন সানিয়া। একমাস ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন। বান্ধবী কচির স্কুটিতে ঢাকার বিভিন্ন পুরনো বান্ধবীদের সঙ্গে দেখা করতে ঘুরে বেড়িয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কচির স্কুটি করে বনানীতে তাদের এক সিনিয়র বান্ধবীর বাসায় গিয়েছিলেন সনিয়া। সেখান থেকে বাসায় ফেরার সময় গাড়িচাপায় দুই বান্ধবী নিহত হন। মৃত্যুই আলাদা করলো তাদের দুজনকে। সনিয়ার গ্রামের বাড়ি ভোলা সদরের মাছবেদুরিয়া এলাকায়। তার বাবার নাম রুহুল আমিন। মঙ্গলবার রাতে (২৫ ড
অবসরে শারাপোভা

অবসরে শারাপোভা

ইনজুরির ভার টানতে পারছিলেন না রুশ গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভা। তাই ৩২ বছর বয়সেই টেনিসকে বিদায় বললেন তিনি। ভোগ ও ভ্যানিটি ফেয়ার সাময়িকীতে লেখা আর্টিকেলে শারাপোভা বলেছেন, কাঁধের ইনজুরিতে ভোগার কারণে তার শরীর এখন খেলার পক্ষে সায় দিচ্ছে না। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয় করেন শারাপোভা। এরপর জিতেছেন আরো চারটি গ্র্যান্ড স্লাম। ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন জয়ের মধ্য দিয়ে তিনি ‘ক্যারিয়ার স্লাম’ পূর্ণ করেন। টেনিস ইতিহাসে অন্যতম ধনী এ অ্যাথলিটের ক্যারিয়ারে কলঙ্কও রয়েছে। ২০১৬ সালে মেলডোনিয়ামে পজিটিভ হওয়ায় ১৫ মাসের নিষেধাজ্ঞা পান তিনি। ২০১৭ সালের এপ্রিলে ফেরার পর ফর্ম ও ইনজুরির সঙ্গে লড়াই শুরু হয় তার। একাধিকবার ইনজুরিতে পড়েন তিনি এবং ফর্মহীনতায় র্যাংকিংয়ের ৩৭৩ নম্বরে পতন ঘটে। তিনি ক্লান্ত হয়ে অবসরই নিয়ে ফেললেন। অবসরের ঘোষণায় এ রুশ সুন্দরী বলেছেন, ‘এ অভিজ্ঞতা আমার নতু
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

রাজধানীর মহাখালী সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় স্কুটিতে (ঢাকা মেট্রো হ ২৪-৪২৮৩) থাকা দুই নারী নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বনানী থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দুই নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদিও তাদের ব্যবহৃত স্কুটিতে প্রেস লেখা স্টিকার দেখা গেছে। ঢামেকে নেবার পর একজনের অফিসের কার্ডে দেখা গেছে নাম নিহত দুলদানা আক্তার কচি। পার্ল ইন্টারন্যাশনালের টেরিটরি সেলস অফিসার। বনানী থানার ডিউটি অফিসার মো. ফজল ইসলাম জানান, মহাখালী সেতু ভবনের সামনে স্কুটার চালিয়ে যাওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় স্কুটিতে থাকা দুই নারী ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদেরকে পথচারীরা দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। আমাদ
ধর্ষণের অপরাধে হার্ভে ওয়েনস্টেইনের সাজা

ধর্ষণের অপরাধে হার্ভে ওয়েনস্টেইনের সাজা

হলিউডের খ্যাতিমান প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দীর্ঘদিনে। অবশেষে সেই অপরাধেই সাজা হলো হলিউডের প্রভাবশালী এই প্রযোজকের। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে হার্ভে ওয়েনস্টেইনকে দোষী ঘোষণা করেছে লস অ্যাঞ্জেলসের একটি আদালত। দেশটির আইন অনুযায়ী, ধর্ষণ ও নারী নিপীড়ন মামলায় ২৮ বছর পর্যন্ত কারাদন্ডে শাস্তির বিধান আছে। হার্ভে ওয়েনস্টেইনের সাজাও হবে আইন মোতাবেক। হার্ভে ওয়েনস্টেইনকে অপরাধী ঘোষণা করে আদালত জানায়, ২০১৩ সালে হার্ভে দুই নারীকে ধর্ষণ করেন। সেই বছর ১৮ ও ১৯ ফেব্রুয়ারি এই দুই নারীকে ধর্ষণ করা হয়। এ পর্যন্ত অন্তত ৮০ জন নারী হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। ২০১৭ সালে নিউইয়র্ক টাইমস ম্যাগাজিন ৬৫ বছর বয়সী হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির খবর প্রকাশ করে। সেখানে বলা হয়েছিল, গত তিন দশকে তিনি অন্তত ৮ জন নারীকে যৌন হয়রানি করে
প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে মালয়েশিয়া?

প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে মালয়েশিয়া?

মালেশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন দেশটির বর্তমান উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলে তিনিই হবেন মালয়েশিয়ার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। ওয়ান আজিজাহ মাহাথিরেরই রাজনৈতিক জোটসঙ্গী আনোয়ার ইব্রাহীমের স্ত্রী। একটি সূত্রের বরাত দিয়ে তার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার খবর দিয়েছে মালয়েশিয়ান গণমাধ্যম মালয় মেইল। সূত্রটি বলছে, ক্ষমতাসীন জোট পাকাতান হারাপন থেকে ড. মাহাথিরের দল পিপিবিএম পার্টির সরে যাওয়ার পর তিনি অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ড. ওয়ান আজিজাহকে তার স্থলাভিষিক্ত করেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে পিকেআর এর সভাপতি আনোয়ার ইব্রাহিমের একজন ঘনিষ্ট ব্যক্তি মালয় মেইলকে বলেন, "ওয়ান আজিজাহই অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী"। মালয়েশিয়ায় নতুন জোট সরকার গড়ার আলোচনার মধ্যেই সোমবার হঠাৎ কর
সারোগেসির মাধ্যমে মা হলেন শিল্পা শেঠি : কাঁটায় বিঁধলেন রঙ্গোলি? 

সারোগেসির মাধ্যমে মা হলেন শিল্পা শেঠি : কাঁটায় বিঁধলেন রঙ্গোলি? 

সারোগেসির মাধ্যমে মা হয়েছেন অভিনেত্রী শিল্পা শেঠি। দু’দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন কুন্দ্রা পরিবারের কনিষ্ঠতম সদস্য সমিশা শেঠি কুন্দ্রার সঙ্গে। শিল্পার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরেই কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্দেলের একটি টুইট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। রঙ্গোলি লিখেছেন, “আমার এক সন্তান রয়েছে। আমি এবং আমার স্বামী আরও এক সন্তান চাই। তবে আমরা দত্তক নিতে চাই। অন্যদেরও বলব সারোগেসি নয়, প্রয়োজনে সন্তান দত্তক নিন। এই পৃথিবীতে যে সমস্ত শিশুর বাবা-মা নেই তাদের একটি পরিবার দিন। তারা তো ইতিমধ্যেই পৃথিবীতে চলে এসেছে এবং বাবা-মা’র ভালবাসা পাওয়ার জন্যও মরিয়া।” এরপরেই প্রশ্ন উঠেছে তবে কি নাম উল্লেখ না করে শিল্পাকেই ঠুকলেন তিনি? আর একটি টুইটে রঙ্গোলি লেখেন, “অজয় (রঙ্গোলির স্বামী) এবং আমি দত্তক নেওয়ার সমস্ত ব্যবস্থা ইতিমধ্যেই করে ফেলেছি। কঙ্গনা ওর নাম ঠিক করেছ
দুই স্কুলছাত্রী ধর্ষণ

দুই স্কুলছাত্রী ধর্ষণ

কুমিল্লার নাঙ্গলকোটে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবারের এ ঘটনায় উপজেলার কাশিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে অভিযুক্ত নেছার উদ্দিনকে (৩৫) শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নে ধর্ষণের অভিযোগ উঠেছে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে। শিশুটি মাকে বলেছে, শুক্রবার দুপুরে সে বাড়ির পাশে খেলতে গেলে নেছার উদ্দিন তাকে ভালো খাবার দেওয়ার কথা বলে উপজেলার কৈরাশ গ্রামের ছায়েদ মিয়ার পরিত্যক্ত বাড়ির ভবনের ছাদে নিয়ে যান। সেখানে সে শিশুটিকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এদিকে বাঁশখালীতে গত ১৮ ফেব্রুয়ারির ঘটনায় নির্যাতিত স্কুলছাত্রীর (১২) মা পুলিশের সহযোগিতায় গত শনিবার রাতে থানায় মামলা করেছেন। আসামি মো. মাহমুদুল ইসলাম (২০) সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা গ্রামের ইমাম হোসেনের ছেলে ও মাছ ধরা নৌকার শ্রমিক। জানা গেছে, ১
প্রধানমন্ত্রীর প্রশংসা করে অ্যাঞ্জেলিনা জোলির চিঠি

প্রধানমন্ত্রীর প্রশংসা করে অ্যাঞ্জেলিনা জোলির চিঠি

হামলার মুখে প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বিশেষদূত জোলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে এমন প্রশংসা করেন। চিঠিতে তিনি বলেন, ‘ইউএনএইচসিআর মিয়ানমার থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে চেষ্টা অব্যাহত রাখবে।’ জোলি আশাবাদ প্রকাশ করে বলেন, ‘২০২০ সালের মার্চ মাসে চালু হতে যাওয়া রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলার উদ্যোগ ও পরিকল্পনায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান থাকবে।’ রোহিঙ্গাদের মানবিক সহায়তার ব্যাপারে নিজের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে বিখ্যাত এ অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের এমন সমর্থনের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ গত ফেব্রুয়া