
মধ্যপ্রাচ্যে যৌনদাসী হিসাবে বিক্রির জন্য মডেলকে অপহরণ
সম্প্রতি ইতালিতে অনলাইনে বিক্রির জন্য ব্রিটিশ মডেল ক্লো অ্যালিং কে অপহরণ করা হয়। পরে ধরা পড়ে সেই চক্র। উদ্ধার করা হয় ক্লো অ্যালিংকে।তার আইনজীবী জানান, মধ্যপ্রাচ্যে 'যৌনদাসী' হিসেবে বিক্রির জন্য হয়তো ইতালির মিলান শহর থেকে অ্যালিংকে অপহরণ করা হয়েছিল।
২০ বছর বয়সী ক্লো অ্যালিং বন্দি থাকা অবস্থায় কী আচরণ করেছেন, কী ভেবেছেন- তা আইনজীবী ফ্রান্সেসকো পেসকি বিবিসিকে জানিয়েছেন। দুই দিন আগেই ইতালির পুলিশ ব্রিটেনের এই মডেলকে উদ্ধার করে জানায় যে অপরাধীরা তাকে অনলাইনে নিলামে বিক্রির উদ্দেশ্যে অপহরণ করেছিল। ওই মডেল একটি ফটোশুটে অংশ নেওয়ার জন্য মিলানে গিয়েছিলেন।
উদ্ধারের পর মিস অ্যালিং বলেছেন তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন।
'ব্ল্যাক ডেথ' নামে একটি গ্রুপ ব্রিটিশ এই মডেলকে অপহরণ করে ছয় দিন আটকে রাখে। মিলানের উদ্দেশ্যে বাড়ি ছাড়ার ২৬ দিন পর রবিবার নিজ বাড়িতে ফিরেছেন ক্লো অ্যালিং। তাকে উদ্ধ