আগস্ট ২৯, ২০১৭ - Women Words

Day: আগস্ট ২৯, ২০১৭

‘জনম জনম’ এর মিউজিক ভিডিও প্রকাশ

‘জনম জনম’ এর মিউজিক ভিডিও প্রকাশ

ইউটিউব মিউজিক চ্যানেল সাউন্ডটেক এর ব্যানারে প্রকাশিত হল ‘জনম জনম’ গানটির ভিডিও। মিউজিক ভিডিও এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জেসন সোহেল। চিত্রগহণে ছিলেন মোস্তাক মোরশেদ। আর এডিট করেছেন মাহমুদ মাহিন। এ গানের গল্পে উঠে এসেছে একটি প্রেমের কাহিনী। একজন গ্যাংস্টার এর গল্প। এক অন্ধ মেয়ের প্রেমে পড়ে নিজেকে শুধরানোর চেষ্টায় ব্যর্থ হয়ে আবার ফিরে যায় তার অতীত জীবনে । গল্পের ব্যাপারে পরিচালক জেসন সোহেল বলেন, গতানুগতিক ধারা থেকে বের হয়ে একটা গল্প তুলে ধরার চেষ্টা করেছি মাত্র । জানিনা কতটুকু সফল হতে পেরেছি। দর্শকই এখন তার বিচার করবেন। এতে অভিনয় শিল্পী ছিলেন জেরিন খান , ফায়াস, আহমেদ শুভ, জাহাঙ্গির আলম,আরিয়ান শরিফ. সোহেল আরমান ও এম আর হুমায়ুন। জনম জনম গানটিতে কন্ঠ দিয়েছেন এ প্রজন্মের উদীয়মান শিল্পী আবন্তি সিঁথি ও এম আর হুমায়ুন। কথা ও সুর করেছেন এম আর হুমায়ুন। সঙ্গীত আয়োজন করেছেন পলাশ ফারুকি।  
পাকিস্তানে ক্রেতা আকর্ষণে পশুর হাটে মেয়েদের নাচ!

পাকিস্তানে ক্রেতা আকর্ষণে পশুর হাটে মেয়েদের নাচ!

কিছুদিন পর ঈদুল আজহা। কোরবানি দেওয়ার জন্য এখন মুসলিম দেশগুলোর পশুর হাট বেশ জমজমাট। আমাদের দেশের বড় বড় পশুর হাটগুলোতে লাখ লাখ টাকা দামের পশু অহরহই ওঠে। আর ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে কোরবানির পশুকে সাজিয়ে আনা হয়। কিন্তু ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে ভিন্ন পন্থা অবলম্বন করতে দেখা গেল পাকিস্তানে। সম্প্রতি পাকিস্তানের করাচি শহরের একটি পশুর হাটে দেখা গেল ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রতি গরুর সাথে একজন মেয়েকে হাঁটে নিয়ে আসা হয়। এই মেয়েটি নানাভাবে নাচয়তে থাকে। ফলে ক্রেতারা জমতে শুরু করে। কারো পছন্দ হলে সে পশু কিনে নিয়ে যায়। মূলত এটি পশুরহাটে একটি প্রদর্শনী। ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন https://www.youtube.com/watch?v=-vkc0YdZTw8      
মাত্র ১০ মিনিটেই শনাক্ত করা যাবে ব্রেস্ট ক্যানসার!

মাত্র ১০ মিনিটেই শনাক্ত করা যাবে ব্রেস্ট ক্যানসার!

ব্রেস্ট ক্যানসার চিহ্নিত করতে হলে টেস্ট করানো ছাড়া আর উপায় নেই। তবে টেস্ট করানো তো আর কোনো সহজ বিষয় নয়। রেডিয়েশনের ব্যবহার করে তবেই ব্রেস্ট ক্যানসারের পরীক্ষা করানো সম্ভব। আর সেটাও নারীদের কাছে বেশ কিছুটা অস্বস্তিরই বটে। পোশাক খুলে তবেই রেডিয়েশনের মাধ্যমে এই পরীক্ষা করানো সম্ভব। এই পরীক্ষা তো খরচ সাপেক্ষও বটে। তাই অনেক নারীই এই বিষয়টি এড়িয়ে ‌যান। আর পরবর্তীকালে ‌যখন ধরা পড়ে তখন আর কিছু করার থাকে না। তবে এবার আর চিন্তা নেই। এবার ব্রেস্ট ক্যানসার নির্ণয়ের পরীক্ষা করা ‌যাবে অনায়াসেই। ‘পান্ডোরা সিডি এক্স‍’ নামে এই একটিমাত্র পোর্টেবল মেশিনে শুধুমাত্র রক্ত পরীক্ষার মাধ্যমেই শনাক্ত করে ‌যাবে ব্রেস্ট ক্যানসার। তাও আবার মাত্র ১০ মিনিটে। এমনকী এতে নারীর পোশাক খোলার প্রয়োজনও হবে না। আর খরচ? এক হাজার টাকারও কম খরচে হয়ে যাবে এই পরীক্ষা। এক প্রযুক্তিবিদ এই মেশিনটি অপারেট করবেন। মোবাইলের মাধ্যমেই চি
রাম রহিমের যাবজ্জীবন চাই, উচ্চ আদালতে যাচ্ছেন দুই ধর্ষিতা

রাম রহিমের যাবজ্জীবন চাই, উচ্চ আদালতে যাচ্ছেন দুই ধর্ষিতা

দুজন নারী শিষ্যকে ধর্ষণের দায়ে ভারতের বিতর্কিত ধর্মীয় গুরু গুরমিত রাম রহিম সিং-কে দুই মামলায় ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।ধর্ষক সাজা পাচ্ছেন, দুই অভিযোগকারিনী এতে খুশি। কিন্তু তাঁরা সন্তুষ্ট নন। আরও বড় সাজার দাবিতে উচ্চতর আদালতে যাওয়ার তোড়জোড় শুরু করছেন দু’জনে। রাম রহিমের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়ে দিয়েছেন অংশুল ছত্রপতিও। বাবার খুনের বিচার পেতেই লড়বেন তিনি। রাম রহিমের সর্বোচ্চ সাজা চেয়েছিল সিবিআই। কিন্তু তাঁর কৌঁসুলিরা আর্জি জানিয়েছিলেন, বাবা রাম রহিমের ‘মানব কল্যাণমূলক’ কাজের কথাও মাথায় রাখা হোক। ৩৭৬ ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। ১৫ বছর আগে মুখ খুলেছিলেন ধর্ষণের শিকার ওই দুই নারী। তারা রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। তার পরে বহু ঝড়-ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। রাম রহিমের মতো অসীম প্রভাবশালীর অপরাধ আদৌ কোনও দিন প্রমাণ কর