
ধূসর পথের বাঁকে …
অনন্যা হক
কেমন আছিস শ্রাবণী? কি রে চিনতে পারছিস না, ভুলে গেছিস চেহারা? দরজায় দাঁড় করিয়ে রাখবি, দরজাটা পুরো খোল, ভেতরে গিয়ে বসি।
শ্রাবণী দরজা টা খোলে। এই প্রথম মাধবী তার প্রাণের বন্ধু, শ্রাবণীর সংসারে পা রাখলো। শ্রাবণী মাধবীকে দুই হাতে জড়িয়ে ধরলো বুকে। যেন বিশ বছরের ভালবাসা আর ত্রিশ বছরের দূরত্ব আর বিরহের উত্তাপ ছড়িয়ে গেল শরীর আর মনে।
এতক্ষণে কথা বলে শ্রাবণী, সত্যি তোকে চিনতে একটু কষ্ট হয়েছে।তুই কি আর আগের মত আছিস নাকি?
-কেমন করে আগের মত থাকি, আজ ত্রিশ বছর পরে দেখা তোর সাথে। এই ত্রিশ বছরে কত জল, কত ঢেউ গড়িয়ে গেল বল!
-কোথায় পেলি আমার ঠিকানা?
-তোর বোনের সাথে আমার কথা হয়, তোর খোঁজ রাখি আমি। তোর মত সব মুছে ফেলতে পারিনি আমি। ওর কাছেই শুনলাম, তুই ফিরে এসেছিস আবার আমাদের শহরে।তখনই ঠিক করেছি, এবার বাড়িতে এসে তোর কাছে আসবোই।
শ্রাবণী বোঝে মাধবীর অভিমান।বলে, তুই তো একটা বাঁধ ভাঙা জোয়ার। আর আ