
রাজকীয় গয়নায় ডায়ানাকে স্মরণ করেন কেট
ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন রাজপরিবারের ঐতিহ্যবাহী গয়না পরতে ভালোবাসেন। তবে কিছু বিশেষ গয়না খুবই পছন্দ করেন তিনি। এগুলোর মধ্যে তার প্রয়াত শাশুড়ির গয়নাগুলো কেটের সবচেয়ে প্রিয়। আর এগুলো পরেই তিনি ডায়ানার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন বলে জানান।
ডায়নার বাগদানের আংটিটি কেটের অত্যন্ত প্রিয়। এ কারণে এটি তার বাঁ হাতের অনামিকায় সারাক্ষণই শোভা পায়। ১৮ ক্যারেট ওভাল স্যাফায়ার বসানো আংটি দিয়েই ২০১০ সালে কেটকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রিন্স উইলিয়াম। তার পর থেকে আংটিটি আর খোলা হয়নি।
তবে শুধু আংটিই নয়, ডায়ানার লাভার’স নট টায়রা থেকে শুরু করে থ্রি স্ট্রিং পার্ল ব্রেসলেট সবই কেটের অত্যন্ত প্রিয়। তিনি এইসব গয়না ঘুরিয়ে ফিরিয়ে পরেন।
একটা ঐতিহ্যবাহী গয়না ( নেকলেস) উপহার পেয়েছেন কেট। উপহারটি তাঁকে দিয়েছেন বোন পিপ্পা মিডলটন।
বিদেশি ট্র্যাডিশন অনুযায়ী নেকলেসটির পোশাকি নাম মাদার’স নেকলেস। কেটের পুত্র জর্জ জন্মান