
হারিয়ে যাইনি, এটাই জরুরী খবর
শবনম সুরিতা ডানা
বেশ কিছুক্ষণ যাবত একটা প্রবন্ধ চোখের সামনে মেলে বসে আছি। বারবার চোখ বোলাচ্ছি, কিন্ত কিছুই মাথায় ঢুকছে না। ক্রমাগত একটাই প্রশ্ন মাথার ভেতর ঘুরঘুর করছে সকাল থেকে। আমাদের ভেতর এত ঘৃণা কেন? কিছু মানুষ আছেন যাঁদের এক বেলারও ভাত হজম হয়না অন্যের নিন্দা, বা সামনে থাকা কাউকে তিরস্কার না করে। কূটকাচালির আলাপ থেকে সপ্তমে গলা চড়িয়ে গালি দেওয়া যেন তাদের আবশ্যিক, প্রাত্যহিক পুদিনহরা! রোজ ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগমূহুর্ত পর্যন্ত তারা একাধিক মানুষের প্রতি তাদের ক্ষোভ, অতৃপ্তি জাহির করেন কারনে-অকারণে। কখনো আলোচ্য ব্যক্তির উপস্থিতিতে চলে ঠেস দিয়ে কথার লড়াই, আবার তার অনুপস্থিতিতে চলে বেদম চরিত্রহনন। এমন ব্যবহারের কোন কারণ থাকাও যে জরুরী সব সময়, এমনটা নয়। কী এক অজানা বিদ্বেষ, ক্ষোভ বা নিপাট ইগো’র বশে এমন করে থাকেন তারা বলে আমার ধারনা। অথচ, আমার ধারণায় কীই বা আসে যায়।
আমি ভাবি অন্য কথা