
বিয়ানীবাজারে দুই বোন ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় দুই বোন ধর্ষণ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এবং একজনকে খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন, বিয়ানীবাজার উপজেলার জালালপুর গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে জয়নুল ইসলাম, একই এলাকার আবদুল বাছিত, হাসান আহমদ হাসনু, পূর্ব পইলগ্রামের কালাম আহমদ এবং কানাইঘাটের বড়দেশ গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে সেলিম আহমদ। এছাড়া খায়রুল ইসলাম নামের অপর এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়। রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দুই ভিকটিমকে দেওয়ার আদেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে হাসান আহমদ হাসন