
‘ব্লু হোয়েল’ এর অন্যতম মাস্টারমাইন্ড রাশিয়ান কিশোরী গ্রেপ্তার
‘ব্লু হোয়েল গেম’ এর অন্যতম মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাস্টার মাইন্ড এক ১৭ বছরের কিশোরী। রাশিয়ান এই কিশোরীর নাম এখনও জানা যায়নি। মেয়েটি ডেথ গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটর বলে পরিচিত। পুলিশ এই কিশোরীকে রাশিয়ার খাবারোভস্ক ক্রাই অঞ্চল থেকে গ্রেপ্তার করেছে।
ব্লু হোয়েল হলো একটি অনলাইন গেম। এর সময়সীমা ৫০ দিন৷ খেলার নির্দেশ অনুযায়ী অংশগ্রহণকারীকে ৫০টি টাস্ক শেষ করতে হয়৷ এর মধ্যে রয়েছে নিজেকে আঘাত করাসহ নানারকম ভয়ানক টাস্কও৷ শেষ টাস্কটি আত্মহত্যা৷ এখনও পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে এই গেম খেলার কারণে। অনেকেই ভুগছেন মানসিক অবসাদে।
পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর কাছ থেকে পাওয়া গিয়েছে নানা বিস্ফোরক তথ্য। সংবাদমাধ্যমের কাছে রাশিয়ার তদন্তকারী দল জানিয়েছে, এই কিশোরী প্রথমে ব্লু হোয়েল চ্যালেঞ্জে অংশ নিয়েছিল। তবে শেষ ধাপের আগেই এই চ্যালেঞ্জের অ্যাডমিন হয়ে ওঠে সে। পুলিশ আরও জানিয়েছে, চ্যালেঞ্জের ৫০ট