
শাড়ি আর স্যান্ডেল পরেই ম্যারাথন শেষ করলেন জয়ন্তী
দৌঁড় শেষ করে হাঁপাচ্ছেন, অসম্ভব ঘেমেছেন। টানা ৪২ কিলোমিটার দৌঁড় তো আর সোজা কথা নয়! ম্যারাথন দৌড় বলে কথা। সারা বছর বিশ্বের নানা শহরে কয়েক শ ম্যারাথন হয়। কয়েক হাজার প্রতিযোগী এই দৌড় শেষও করেন। কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে, তিনি শাড়ি আর পায়ে স্যান্ডেল পরে যখন ম্যারাথন শেষ করেন, তখন বিস্ময় প্রকাশ ছাড়া আর কীই-বা করার আছে? গত রবিবার হায়দরাবাদ ফুল ম্যারাথন ৫ ঘণ্টার সামান্য কম সময়ে শেষ করলেন ৪৪ বছরের জয়ন্তী সম্পত কুমার। স্টেডিয়ামে ফেরার পর তার সঙ্গে তখন সেলফি তোলার ধুম লেগে গিয়েছে।
হঠাৎ শাড়ি পরে দৌঁড়ানো কেন?
জয়ন্তী বলেন, আমি হ্যান্ডলুমে তৈরি নানা জিনিসকে প্রোমোট করতে এবং নারীদের উৎসাহ দিতে শাড়ি পরে দৌঁড়ানোর কথা ভাবি। প্রথমে তো খালি পায়ে দৌঁড়াব ভেবেছিলাম। কিন্তু রাস্তার নুড়ি পাথর পায়ে খুব লাগছিল। তাই স্যান্ডেল পরে নিয়েছিলাম। আমি একজন সাইক্লিস্ট।
মাঝে মধ্যেই একটানা সাইক্লিং করতে বেরিয়ে