জুন ২৩, ২০১৬ - Women Words

Day: জুন ২৩, ২০১৬

‘গুড বাই রিপন’

‘গুড বাই রিপন’

সেরিব্রাল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন একাত্তর টেলিভিশনের চিত্রগ্রাহক আলী হোসেন রিপন। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে মৃত্যুবরণ করেন তিনি। বান্দরবানের থানচির বড়মোদকে খাদ্য সংকট নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করতে গিয়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হন রিপন। তাঁকে নিয়ে এখন ফেসবুক জুড়ে সহযোদ্ধাদের হাহাকার। আমরা আর এরকম মৃত্যু চাইনা। সাংবাদিকতা পেশাটা ঝুঁকি পূর্ণ, তাই আমাদের মধ্যে তৈরি হোক সচেতনতা। কর্মক্ষেত্রে আমরা যেন হই একে অন্যের প্রতি সহানুভূতিশীল ও মানবিক। বাংলাভিশন এর বার্তা সম্পাদক শারমিন রিনভি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আহারে মাত্র ৩০ বছর বয়সে ৭১ টিভির ক্যামেরাম্যান রিপন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। স্পেশাল রিপোর্ট করতে বান্দরবানের থানচিতে গিয়ে আক্রান্ত হন তিনি। আমি তাকে চিনি না, কোনদিন দেখা বা কথাও হয়নি, তারপরও আমার মন খারাপ ল
সালমানকে এক গণধর্ষিতার খোলা চিঠি

সালমানকে এক গণধর্ষিতার খোলা চিঠি

সুলতান ছবির শূটিংয়ে এতবেশি পরিশ্রম করতে হয়েছে যে তার বর্ণনা দিতে গিয়ে সালমান খান বলেছিলেন, দিনের শেষে নিজেকে ‘ধর্ষিতা’ মনে হতো। তাঁর এক মন্তব্যে নিন্দার ঝড় বইছে সবখানে। সেই ঝড়কে আরো মাত্রা দিলো সুনীতা কৃষ্ণনের খোলা চিঠি। ভারতের সর্বোচ্চ পদ্মশ্রী সম্মান পাওয়া এই সমাজকর্মীর বয়স এখন ৪৪ বছর। তাঁর আরেকটি পরিচয় হলো তিনি নিজে গণধর্ষণের শিকার হয়েছিলেন। তবে লড়াকু এই নারী সেই দুঃসময় কাটিয়ে উঠেছেন স্রেফ মনের জোরে। সেই জায়গা থেকে সালমানকে তিনি রীতিমতো আক্রমণ করে লিখেছেন খোলা চিঠি। সুনীতা লিখেছেন, ‘আমি ওর (সালমানের) নামও উচ্চারণ করতে চাই না, কারণ তাতে ওকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি সম্মান দেওয়া হয়। আসল ব্যাপারটা হল, ওর নিজেকে ধর্ষিত মনে হয়েছে। কথাটা এত সহজে বলে দিয়ে সে বোঝাতে চেয়েছে, এই ‘ধর্ষণ’ বিষয়টি আসলে খুবই সহজ আর গুরুত্বহীন।’ চিঠিতে সুনীতার দাবি, সুন্দর চেহারা আর কিছু প্রতিভার জোরে আজ হয়তো ‘স্টার’
রিপন ছিলো আমাদের সবার নির্ভরতার নাম

রিপন ছিলো আমাদের সবার নির্ভরতার নাম

আমাদের রিপন মরে গেছে। তোকে যে আমরা সবাই কত ভালবাসি তা জানাতে পারলাম না। আলী হোসেন রিপন। অসাধারণ মেধাবী এক ছবির কারিগর। এই মাত্র আমরা তাকে রেখে এলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালের হিমঘরে। সাধারণ ম্যালেরিয়ায ছেলেটা মরে গেল। বান্দরবানের গহীন বনে না খেয়ে থাকা আদিবাসীদের কথা সারা দেশের মানুষকে জানাতে গিয়েছিল রিপন। তাদের মুখে যেন সরকারের সহায়তা পৌঁছায়। সেই সংবাদ প্রচারের পর আদিবাসীদের ঘরে খাবার পৌঁছায়। আর রিপন আমাদের মাঝ থেকে হারিয়ে গেলো। অফিসে কয়েক দিন আগে দেখা হলো। হেই ম্যান কি অবস্থা? জানতে চাইলাম আমি। রিপন বলল, শরীর ভাল না, জ্বর। অফিসে ঝিমাইতাছেন কেন? ছুটি নিয়ে রেস্ট করেন। জ্বরের ভাইরাস অফিসে ছড়াইতাছেন? রিপন হাসে। “অফিস কি ছুটি দিবো ভাই”। দিবে না কেন? বলবেন অসুস্থ, আসতে পারবেন না। বছরে ২০ দিন অসুস্থতার ছুটি পাবেন। ছয় মাস চলে গেছে। কোনো দিন অসুস্থতার ছুটি নিয়েছেন? ছুটি নেন। বাসায় গিয়ে রেস্ট
যুক্তরাজ্যে আলোচিত গণভোট শুরু

যুক্তরাজ্যে আলোচিত গণভোট শুরু

ইউরোপিয় ইউনিয়নে (ইইউ) থাকা না থাকার বিষয়ে যুক্তরাজ্যে ঐতিহাসিক গণভোট শুরু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭ টায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং রাত ১০ টা পর্যন্ত চলবে। ৪৬ কোটি ৪৯ লক্ষ নয় হাজার পাঁচশ ৩৭ জন এই ভোটে অংশ নেবেন বলে ধারনা করা হচ্ছে। যা দেশটির ভোটের জন্য একটি রেকর্ড পরিমান। শুক্রবার স্থানীয় সময় সকাল নাগাদ ভোটের চূড়ান্ত ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে। যে পক্ষ প্রাপ্ত ভোটের মধ্যে অর্ধেকের বেশি ভোট পাবে সেই পক্ষকে জয়ী বলে বিবেচনা করা হবে। ২৮ দেশের ইউরোপিয় ইউনিয়নে থাকবে কি থাকবে না, এ নিয়ে রিমেইন (পক্ষে) ও লিভ (বিপক্ষে) গ্রুপ চার মাস ধরে প্রচারনা চালায়। যুত্তরাজ্যের ইতিহাসে এটি তৃতীয় গণভোট। ব্যালট পেপারে প্রশ্ন থাকবে ‘যুক্তরাজ্যের কি ইউরোপিয় ইউনিয়নের সদস্য থাকা উচিত নাকি ইইউ ত্যাগ করা উচিত।’ ইইউতে থাকার পক্ষে প্রচারনা চালান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, বিরোধী দল লেবার পার্টির নেতা জে