জুন ২২, ২০১৬ - Women Words

Day: জুন ২২, ২০১৬

ভারতে বজ্রপাতে ৭৯ জনের মৃত্যু

ভারতে বজ্রপাতে ৭৯ জনের মৃত্যু

বজ্রপাতে ভারতের তিন রাজ্যে অন্তত ৭৯ জন মারা গেছেন। বিহার, ঝাড়খন্ড ও মধ্যপ্রদেশে এসব ঘটনা ঘটেছে। নিহতের মধ্যে বিহারে ৫৩ জন, মধ্যপ্রদেশে ১৬ জন এবং ঝাড়খন্ডে ১০ মারা গেছেন। গত মঙ্গলবার বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন তারা। মৃতের বেশিরভাগই কৃষক ছিলেন। বর্ষা মৌসুমে ভারতে প্রতিবছরই বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে। তবে ২৪ ঘন্টার মধ্যে বজ্রপাতে ৭৯ জনের মৃত্যুর ঘটনা বিরল। বিহার রাজ্যে নিহত প্রত্যেক পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন বিহারের দূর্যোগ ব্যবস্থাপনা সচিব। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নশীল দেশগুলোতে বজ্রপাতে বেশি পরিমাণে মানুষ মরছেন। বজ্রপাতে মানুষ মারা যাওয়ার সংখ্যা বাড়ছে পাশাপাশি বজ্রপাতের প্রবণতাও বাড়ছে। উন্নত দেশগুলোতে যদিও বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমছে। উল্লেখ্য, চলতি বছর বজ্রপাতে বাংলাদেশে প্রায় ১০০ মানুষ মারা গেছেন।
নারীর একাকী ভ্রমণে নিরাপদ দশ শহর

নারীর একাকী ভ্রমণে নিরাপদ দশ শহর

অদিতি দাস ইচ্ছে হলেই নারী একা ভ্রমণে বেরুতে পারেন না। কারণ বিষয়টি তাদের জন্য অনেকক্ষেত্রে ভয়াবহ বিপদজনক হতে পারে। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে আমরা প্রায়ই নারী পর্যটকদের যৌন নিপিড়নের শিকার হওয়ার খবর জানতে পারি। শুধু শারীরিক নির্যাতনই যে একজন নারীর একা ভ্রমণকে বিপদজনক করে তুলেছে, তা নয়। কোথাও কোথাও অন্য পর্যটকদের তুলনায় নিঃসঙ্গ পর্যটকদের কাছ থেকে বেশি টাকা বাগিয়ে নেওয়া, ছিনতাই এবং হোটেল কক্ষ চুরির মতো ঘটনা ঘটে থাকে। একা ভ্রমণকারী এধরণের ঘটনার মুখোমুখি হন বেশি। পৃথিবীতে এমন অনেক স্থানই আছে যেখানে নারীর একা সফর কোনভাবেই নিরাপদ নয়। আপনি রাতে একা একা হাঁটবেন? সাথে কি একজন পর্যটন গাইড থাকবে? আপনার কি বন্ধুরা বা পরিবারের সদস্যরা সেখানে আছে যারা প্রয়োজনের সময় আপনাকে নিরাপত্তা দিতে পারবেন? আমরা পৃথিবীর এরকম ১০টি শহরকে আপনার সামনে তুলে ধরছি, যা নারীদের একা ভ্রমনের জন্য নিরাপদ হতে পারে। শহরগুলো ব