জুন ৯, ২০১৬ - Women Words

Day: জুন ৯, ২০১৬

‘বাতিঘর কোথাও যায়না, একা দাঁড়িয়ে আলো দিয়ে যায়’

‘বাতিঘর কোথাও যায়না, একা দাঁড়িয়ে আলো দিয়ে যায়’

অদিতি দাস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে গত বছরের ১৭ জানুয়ারি যৌন সহিংসতার শিকার হন এক নারী। সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের সেরা সাতারু ব্রুক টার্নার ছিলেন এই কলঙ্কিত ঘটনার হোতা। যিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীও বটে। তার বিরুদ্ধে অভিযোগ উঠে, তিনি চৈতন্যহীন অবস্থায় ওই নারীকে ধর্ষণ করেছেন। বিচার প্রত্যাশি নারী গত ৪ জুন শনিবার ধর্ষক ব্রুক টার্নারের উদ্দেশ্যে এক দীর্ঘ বিবৃতি আদালতের মাধ্যমে পেশ করেন। সেখানে যৌন সহিংসতার শিকার হওয়া এবং এরপর বিচার চাইতে গিয়ে নিদারুণ এক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়ার বর্ণনাও ছিলো। সেদিনই অনলাইনে বিবৃতিটি প্রকাশ হয়। শুধু বাজফিডেই ৪ মিলিয়ন বা ৪০ লাখ পাঠক লেখাটি পড়েন। মর্মস্পর্শী বিবৃতিটি পৃথিবীব্যাপি ঝড় তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে। অজ্ঞান ওই নারীকে ধর্ষনের অভিযোগে গত বৃহস্পতিবার ব্রুক টার্নারকে ছয়মাসের কারাদন্ডাদ