নভেম্বর ১৫, ২০১৬ - Women Words

Day: নভেম্বর ১৫, ২০১৬

গারো তরুণীকে ধর্ষণ মামলায় রুবেল ৬ দিনের রিমান্ডে

গারো তরুণীকে ধর্ষণ মামলায় রুবেল ৬ দিনের রিমান্ডে

গারো তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি আফসান রহমান ওরফে রুবেলের (২৬) ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী আজ মঙ্গলবার এ আদেশ দেন। গত ১৩ নভেম্বর বিকেলে ঢাকার সিএমএম আদালত এলাকা থেকে পালিয়ে যান রুবেল।  রুবেলকে আজ সকালে রাজধানীর বাড্ডা এলাকা থেকে পুনরায় গ্রেপ্তার করা হয়। বাড্ডা থানা-পুলিশ আজ তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত আসামি রুবেলের কাছে জানতে চান, তাঁর কোনো আইনজীবী আছেন কি না। তিনি ‘না’ সূচক জবাব দিয়ে নিজেই শুনানি করেন। আদালতকে তিনি বলেন, ‘পুলিশের মারধরের ভয়ে আমি পালিয়ে গিয়েছিলাম।’ তাঁকে যেন রিমান্ডে না নেওয়া হয়, সে আবেদন জানান তিনি। শুনানি শেষে আদালতরুবেলের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে উপস্থিত বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, রুবেল পালিয়ে যাওয়ার পর তাঁকে খোঁজা হচ্ছিল। হাতকড়া
হ্রদের সামনে নগ্ন ফটোশুট করে বিপাকে এক নারী

হ্রদের সামনে নগ্ন ফটোশুট করে বিপাকে এক নারী

তিব্বতের ৭২ কিমি দৈর্ঘ্যের সুবিশাল ইয়ামড্রক হ্রদটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র। এক চীনা লাস্যময়ী ইয়ামড্রক হ্রদে সিক্ত হয়ে কয়েকটি নগ্ন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন। আর তাতেই তেলে-বেগুনে জ্বলে উঠেছেন ধর্মপ্রাণ তিব্বতিদের একটা বড় অংশ। তাঁদের দাবি, পবিত্র হ্রদে নগ্ন ছবি তুলে হ্রদটিকে অপবিত্র করে দিয়েছেন ওই নারী। ইন্টারনেটে ওই ‘বিদ্রোহী’ নারী নিজেকে 'ইউচুমদোলকার' নামে পরিচয় দিয়েছেন। একটি নয়, নিজের নগ্ন ছবির একটি সিরিজ পোস্ট করেছেন তিনি। কিছু ছবিতে দেখা যাচ্ছে, সম্পূর্ণ নগ্ন ওই নারী ছবি তোলার সময় ক্যামেরার দিকে তাকাননি। একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'একজন দক্ষ ফটোগ্রাফার ও একজন ভালো মডেল প্রাচীন সংস্কৃতি ও বিশ্বাসকে ভেঙে দিল।' এদিকে, হ্রদ সংলগ্ন বৌদ্ধমন্দির কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, বৌদ্ধধর্মালম্বীরা ইয়ামড্রক হ্রদকে 'লিভিং বুদ্ধ' বলে থাকেন। সূত্
বুশরা হত্যা মামলায় ৪ আসামীর সবাই খালাস

বুশরা হত্যা মামলায় ৪ আসামীর সবাই খালাস

কলেজছাত্রী রুশদানিয়া বুশরা ইসলামকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এম এ কাদের ও তাঁর স্ত্রী যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রুনা আক্তার খালাস পেয়েছেন। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেয়া হয়। একই সঙ্গে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ও পরে হাইকোর্টে খালাস পাওয়া আরও দুজনের খালাস আদেশ বহাল রাখা হয়েছে। তাঁরা হলেন শেখ শওকত আহমেদ ও শেখ কবির আহমেদ। তাঁরা দুজনেই এম এ কাদেরের শ্যালক। ঢাকার পশ্চিম হাজীপাড়ার ৩ নম্বর ডিআইটি রোডের বাড়িতে নিজের শোয়ার ঘরে ২০০০ সালের ১ জুলাই দিবাগত রাতে বুশরাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পুলিশ এবং বুশরার পারিবারিক সূত্রে জানা গিয়েছিল, বাড়ির মালিকানা নিয়ে আত্মীয়স্বজনের মধ্যে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে। এম এ কাদের নিহত বুশরার দূর সম্পর্কের খ
খাদিজা হত্যাচেষ্টা মামলায় অভিযোগপত্র গ্রহণ

খাদিজা হত্যাচেষ্টা মামলায় অভিযোগপত্র গ্রহণ

কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আজ মঙ্গলবার সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম উম্মে সরাবন তহুরার আদালত অভিযোগপত্র গ্রহণ করে। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের দিন নির্ধারণ করেছেন আদালত। সিলেট মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি-প্রসিকিউশন) আব্দুল আহাদ এ তথ্য জানান। মামলার তদন্ত কর্মকর্তা সিলেট শাহপরান থানার উপ-পরিদর্শক (এসআই) মোহা. হারুন অর রশিদ গত মঙ্গলবার দুপুরে একমাত্র আসামি বদরুল আলমকে অভিযুক্ত করে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে  এ চার্জশিট দাখিল করেন। ওইদিন বিচারক চার্জশিটটি অগ্রবর্তী করার পর মঙ্গলবার (১৫ নভেম্বর) মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারুন অর রশিদ জানান, ধারালো অস্ত্র দিয়ে আঘাতের কারণে ৩২৪, গুরুতর জখমের কারণে ৩২৬ এবং হত্যার উদ্দেশ্যে মারার জন্য ৩০৭ ধারা চার্জশিটে যুক্ত
আদালত থেকে পালানো রুবেল হাতকড়া পরা অবস্থায় ফের গ্রেপ্তার

আদালত থেকে পালানো রুবেল হাতকড়া পরা অবস্থায় ফের গ্রেপ্তার

আদালত এলাকা থেকে পালানো গারো তরুনী ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেলকে দুই দিনের মাথায় আবারও গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে বনানীতে ডিসি গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানান, আদালত থেকে বের হয়ে রুবেল হাতকড়া আড়াল করে শাঁখারি বাজারের দিকে যায়। পথে লেপ-তোষকের দোকার থেকে এক খণ্ড কাপড় নিয়ে হাতে পেঁচিয়ে নেয়। পরে সে শাখারিবাজার মসজিদে ঢোকে। সেখানে আসরের নামাজ পড়ে সন্ধ্যা পর্যন্ত ভেতরে বসে থাকে। পরে বের হয়ে তার এক বন্ধুকে ফোন করে বিকাশের মাধ্যমে এক হাজার টাকা নেয়। সেখান থেকে যায় গুলিস্তানে। পরে গ্রামীণ পরিবহনের একটি গাড়িতে বাড্ডা চলে আসে। সেখান থেকে যায় ভাটারা নূরের চালায়। পরে বন্ধুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা সাড়া না দেওয়ায় একটি নির্মাণাধীন ভবনে রাত কাটায়। সকালে সে ঢাকার বাইরে
আবারও শাহবাগ অবরোধ করলেন শিক্ষার্থীরা

আবারও শাহবাগ অবরোধ করলেন শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।    ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। শাহবাগ মোড়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে অবস্থান করে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মাইনোরিটি রাইটস মুভমেন্টের ব্যানারে এ কর্মসূচি পালন করছেন তারা। সড়ক অবরোধের কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শাহবাগে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া টিএসসি মোড় থেকে শাহবাগ আসার রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। চলাচল বন্ধ করতে টিএসটি মোডে রাস্তার ওপর পুলিশের একটি ভ্যানগাড়ি ও হলুদ ট্যাক্সিক্যাব দাঁড় করিয়ে রাখা হয়েছে। অবরোধপালনকারী শিক্ষা
হিজাব গলায় বেঁধে ঝুলে পড়ুন, মুসলিম শিক্ষিকাকে হুমকি

হিজাব গলায় বেঁধে ঝুলে পড়ুন, মুসলিম শিক্ষিকাকে হুমকি

নির্বাচনে জিতলেও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেবেন ১৮ জানুয়ারি। সে হিসেবে এখন দুই মাসের উপর বাকি। কিন্তু এরই মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়া বদলে যাচ্ছে? প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের অনেকেই। ট্রাম্পের জয়ের পরেই আমেরিকায় বসবাসরত মুসলিমদের হেনস্থার অভিযোগ উঠতে শুরু করেছে। গত শুক্রবার হুমকির অভিযোগ এনেছেন জর্জিয়া ডাকুলা হাই স্কুলের শিক্ষিকা মারিয়া তেলি। ফাঁকা ক্লাসরুমে তাঁর নামে চিঠি লিখে ফেলে যান এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ওই চিঠিতে লেখা ছিল, ‘‘হিজাব পরার অনুমতি নেই। এক কাজ করুন, স্কার্ফটি গলায় বেঁধে ঝুলে পড়ুন।’’ ওই চিঠির এক্কেবারে শেষে লেখা ছিল ‘আমেরিকা’ শব্দটি। এরই সঙ্গে কালো কালি দিয়ে আঁকা ছিল মার্কিন পতাকাও। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনার পর শিক্ষিকা তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট বলেন, ‘‘আমি মুসলিম। তাই হিজাব পরি।
বিয়ে মানে শান্তি নষ্ট!

বিয়ে মানে শান্তি নষ্ট!

দিন তো আর কম গড়ালো না! দেখতে দেখতে প্রিয়াংকা চোপড়ার বয়স ৩৫ এর দোড়গোড়ায় ঠেকেছে। অথচ এখনও কিনা মেয়ের বিয়ে সাদির কোন চিন্তাই নেই। শব্দটাই যেন তাঁর কাছে অ্যালার্জি। মা মধু চোপড়ার দুশ্চিন্তার কি আর অন্ত আছে? ক্যারিয়ার তুঙ্গে আছে। মধু চান, মেয়ে প্রিয়াংকা এবার বিয়ে করে থিতু হোক। কিন্তু বলিউড ছাড়িয়ে হলিউডে ধীরে ধীরে ব্যস্ততা বাড়তে থাকা প্রিয়াংকার যুক্তির কাছে হার মেনেছেন মা। মধু বলেছেন, ‘প্রিয়াঙ্কা আমাকে বোঝাতে সক্ষম হয়েছে যে, ও এখন বেশ সুখে-শান্তিতে আছে। আমি কি তা নষ্ট করতে চাই? আমি বলেছি, না, চাই না। ও তখন বলেছে, ‌‌‘বেশ, তাহলে আমাকে আমার মতো থাকতে দাও।‘ আমিও তাই এ নিয়ে আর বেশি মাথা ঘামাচ্ছি না।’ বিয়ে মানে কি তাহলে শান্তি নষ্ট? দিল্লির লাড্ডু না খেয়েই এর স্বাদ তো তাহলে বেশ টের পেয়ে গেছেন প্রিয়াংকা!
সাবমেরিন যুক্ত হলো বাংলাদেশ নৌবাহিনীতে

সাবমেরিন যুক্ত হলো বাংলাদেশ নৌবাহিনীতে

বাংলাদেশ নৌবাহিনীতে প্রথমবারের মতো যোগ হতে  যাচ্ছে সাবমেরিন (ডুবোজাহাজ)। চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দুইটি সাবমেরিন (ডুবোজাহাজ) পেয়েছে বাংলাদেশ। আসছে বছরের শুরুর দিকে নৌবাহিনীতে এই সাবমেরিন যোগ হবে। আন্তঃ বাহিনী জনসংযোগ বিভাগের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার চীনের দায়ান প্রদেশের লিয়াওনান শীপইয়ার্ডে বাংলাদেশের হাতে সাবমেরিন দুইটি তুলে দেয় চীনের সরকার। আগামী বছরের শুরুতে এই সাবমেরিন দুইটি 'বানৌজা নবযাত্রা' এবং 'বানৌজা জয়যাত্রা' নামে বাংলাদেশ নৌবাহিনীর বহনে যুক্ত হবে। বাংলাদেশের নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছে সাবমেরিন দুইটি হস্তান্তর করেন চীনের কর্মকর্তা রিয়ার এডমিরাল লিউ জিঝু। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর জন্য তৈরি করা ০৩৫ জি ক্লাসের এই কনভেনশনাল সাবমেরিন দুইটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যার প্রতিটি দৈর্ঘ্যে ৭৬ মিটার এবং প্রস্থে ৭.৬ মিটার