নভেম্বর ২৩, ২০১৬ - Women Words

Day: নভেম্বর ২৩, ২০১৬

১০ মাসে ৪১৪৪ জন নারীকে নির্যাতন

১০ মাসে ৪১৪৪ জন নারীকে নির্যাতন

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই ১০ মাসে মোট ৪ হাজার ১৪৪ জন নারী বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। জাতীয় প্রেসক্লাবে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরেছে মহিলা পরিষদ। সম্মেলনে মহিলা পরিষদ বলেছে, নারীবান্ধব স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ কোনো অগ্রগতি না হওয়ায় নারীর প্রতি সহিংসতা দিন দিন বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নারী ও কন্যার প্রতি নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মহিলা পরিষদ ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা পরিষদের লিগ্যাল এইডের পরিচালক মাকসুদা আক্তার লাইলী। তিনি বলেন, গত ১০ মাসে ১৪টি পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে তাঁরা এই পরিসংখ্যান পেয়েছেন। এতে দেখা যায়, এই সময়ের মধ্যে ধর্ষণের
সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের পরে গর্তে ফেলে দিল ধর্ষক

সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের পরে গর্তে ফেলে দিল ধর্ষক

ভারতের দিল্লিতে সাড়ে তিন বছর বয়সী একটি শিশু কন্যাকে ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের পরে শিশুটি মারা গেছে ভেবে একটি গর্তে ফেলে দিয়ে যায় ৩৫ বছর বয়সী ওই ধৃত। পুলিশ জানিয়েছে, ধর্ষণের কথা সে নিজেই স্বীকার করেছে। আনন্দ পর্বত এলাকার বাসিন্দা নির্যাতিতা ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সে এখন বিপদমুক্ত। সোমবার রাতে বাড়ির কাছেই বড়দিদির সঙ্গে খেলা করার সময়েই নিখোঁজ হয়ে যায় শিশুটি। তার দিদিই বাড়ির লোকদের প্রথমে জানায় যে এক ব্যক্তি তার বোনকে চকলেট দিয়েছিল। পুলিশ ওই ব্যক্তিকে রাতেই যখন গ্রেপ্তার করে, তখন সে সাংঘাতিক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। মঙ্গলবার কিছুটা সুস্থ হওয়ার পরে ধর্ষণের কথা স্বীকার করে পুলিশী জেরায়। তখনই জানা যায় যে শিশুটিকে ধর্ষণের পরে ঠিক কোথায় সে ফেলে দিয়ে এসেছে। তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে পুলিশ সরাই রোহিলা এলাকায় একটি গর্তের
আরও ২৪ বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি

আরও ২৪ বীরাঙ্গনা পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি

পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত আরও ২৪ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৩৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। এ নিয়ে মোট ১৭০ জন বীরঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। এবার মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন রংপুর সদরের আনোয়ারা বেগম ও মোছাম্মৎ আয়শা বেগম এবং বরিশালের বাকেরগঞ্জের মোসাম্মৎ আলেয়া বেগম ও গৌরনদীর নুরজাহান বেগম। মৌলভীবাজারের কমলগঞ্জের কমিলা বেগম, ফরিদপুরের মধুখালীর ফুলজান বেগম, কুমিল্লার চৌদ্দগ্রামের আফিয়া খাতুন খঞ্জনী, নারায়ণগঞ্জের ফতুল্লার মমতাজ বেগম, হবিগঞ্জ জেলার নবীগঞ্জের আলেয়া বেগম এবং ঢাকার মুগদাপাড়ার মোছাম্মৎ হনুফা বেগমকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। কুড়িগ্রাম সদরের মোছাম্মৎ দেলো বেওয়া, রহিমা খাতুন, মজিদা বেগম, ছালেহা
রাষ্ট্রদূতের চুরি হওয়া ব্যাগসহ গ্রেপ্তার ২

রাষ্ট্রদূতের চুরি হওয়া ব্যাগসহ গ্রেপ্তার ২

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা ক্যুলেনায়ের চুরি যাওয়া হাতব্যাগ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে তারা। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বিকেলে এ নিয়ে মিডিয়া সেন্টারে ব্রিফিং করবে ডিএমপি। ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, “গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) ওই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে। চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।” তবে গ্রেপ্তারদের পরিচয় বা তাদের কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে- সে বিষয়ে কোনো তথ্য দেননি এই পুলিশ কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে গত সোমবার সন্ধ্যায় ‘ফ্রিডম’ নামের একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান থেকে রাষ্ট্রদূতের ব্যাগ চুরি হয়ে যায়। তিনি ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। ব্যাগে রাষ্ট্রদূতের আইপ্যাড, মোবাইল ফোন, ব্যাংকের কার্ড, বাস
প্রেমের প্যারিস ছিনতাইয়ে জেরবার

প্রেমের প্যারিস ছিনতাইয়ে জেরবার

প্যারিসের সৌন্দর্যে মুগ্ধ কবি অন্নদাশঙ্কর রায় লিখেছিলেন-অর্ধেক নগরী তুমি অর্ধেক কল্পনা । কবির সেই মুগ্ধতা দিন দিন ফিঁকে হয়ে আসছে। একের পর এক দুর্ঘটনা ফ্রান্সের প্রেমের নগরী প্যারিসকে করে দিচ্ছে আতঙ্কের নগরী। সন্ত্রাসী হামলার পাশাপাশি ডাকাতি আর ছিনতায় ফ্রান্সের রাজধানীর আভিজাত্যকে ফিকে করে দিচ্ছে। গত বছরের ১৩ নভেম্বর প্যারিসে আইএস জঙ্গি হামলায় মারা যান শতাধিক মানুষ। এরপর অনেক দুর্ঘটনা ঘটলেও তা আন্তর্জাতিকভাবে আলোড়ন সৃষ্টি হয়নি। তবে সম্প্রতি প্যারিসে অভিজাত মানুষের জিনিসপত্রের ডাকাতির ঘটনা ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়। এর মধ্যে রয়েছে সৌদির রাজপরিবারের সদস্য, হলিউড ও বলিউড তারকারা। সর্বশেষ প্যারিসের হাইওয়েতে কাতারের দুই বোন ছিনতাইয়ের কবলে পড়েছেন বলে দ্য লোকালের এক প্রতিবেদনে বলা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ৫.৩ মিলিয়ন ডলার মূল্যের অলঙ্কারসহ লাগেজ ছিনতাই করা হয়। দুই বোন ভাড়া গাড়ি করে লা বুর্গেট বিম
করিমুন্নেসা খাতুন : সুনামগঞ্জের বেগম রোকেয়া

করিমুন্নেসা খাতুন : সুনামগঞ্জের বেগম রোকেয়া

বেত আর মূর্তার ঝোপে ঘেরা বাড়িটি। পাশ দিয়ে বয়ে গেছে কামারখালি খাল। পশ্চিমবাজারের কাছে সুরমা নদীতে গিয়ে মিশেছে। সুনামগঞ্জের এরকম বাড়িতেই ১৯১৮ সালে জন্ম নেন করিমুন্নেসা খাতুন। আব্বাস আলী তালুকদার ও নূরজাহান খাতুনের প্রথম সন্তান তিনি। তাঁর মা আর বাবার আগ্রহে পড়ালেখায় হাতেখড়ি হয় প্রথমে বাড়িতেই। পরে বিশেষ অনুমতি নিয়ে ছেলেদের সাথে বাড়ির পাশের মক্তবে। মুসলিম মেয়েরা পড়াশুনা করতে বের হয়নি তখনো। দশহাত শাড়ি পেঁচিয়ে আপাদমস্তক ঢাকা পুটুলীর মত মক্তবে যাওয়া শুরু করলেন। মক্তবের পড়া শেষ হয়ে গেল। মেয়েকে প্রবেশিকা পরীক্ষা কিভাবে পাশ করাবেন- এই চিন্তায় উনার বাবা মা জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের শরণাপন্ন হলেন। প্রচন্ড আগ্রহ নিয়ে পড়তেন করিমুন্নেসা খাতুন। তাই বাড়িতে বসে জুবিলীর প্রশ্নে পরীক্ষা দিয়ে স্কুলের ছেলেদের চেয়ে ভালো ফলাফল করতেন। পড়াশুনায় প্রচুর আগ্রহ থাকায় জুবিলী স্কুলের দুই শিক্ষক বাসায় এসে তাঁকে পড়