নভেম্বর ২৬, ২০১৬ - Women Words

Day: নভেম্বর ২৬, ২০১৬

কাস্ত্রোর নামে কোনও রাস্তা নেই, কোনও মূর্তি নেই

কাস্ত্রোর নামে কোনও রাস্তা নেই, কোনও মূর্তি নেই

সমাজতান্ত্রিক আন্দোলনের কিংবদন্তি নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যু সংবাদ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আলোচিত হচ্ছে। পৃথিবীর তাবৎ শান্তিকামীরা ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের শ্রদ্ধা জানচ্ছেন। নিজেদের অনুভূতিও শেয়ার করছে। সেই তালিকায় আছেন নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিনও। নিজের ফেসবুক পেজে কাস্ত্রোকে নিয়ে তার স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো- ‘স্বপ্ন ছিল ক্যাস্ট্রোর কিউবা দেখতে যাবো। তা না হলেও ক্যাস্ট্রো  বেঁচে থাকতে যাবো। স্বপ্ন পুরণ হলো না। মানুষটি চলে  গেলেন। কমান্দান্তে চলে  গেলেন। গ্রেট লিডার চলে  গেলেন।  রেখে  গেলেন একটি দেশ,  যে  দেশে আছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষিত’র হার ৯.৮%,গড় আয়ু ৭৯.১, যে দেশে ক্যাস্ট্রোর নামে  কোনও রাস্তা  নেই,  কোনও মূর্তি  নেই। ক্যাস্ট্রোর  ছোট্ট একটি দ্বীপ কিউবা বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশ যুক্তরাষ্ট্রকে চ্য
‘৬৩৮ ওয়েজ টু কিল কাস্ত্রো’

‘৬৩৮ ওয়েজ টু কিল কাস্ত্রো’

কিউবার কিংবন্তি নেতা ফিদেল কাস্ত্রোর জীবন ছিল ৯০ বছর দীর্ঘ। তারমধ্যে দেশটির রাষ্ট্র নায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন প্রায় অর্ধ শতাব্দিকাল। তাঁর ৪৯ বছরের শাসনামলে যুক্তরাষ্ট্র অন্তত ৬৩৮ বার তাকে হত্যার চেষ্টা করেছিলো। বলা বাহুল্য, প্রতিবারের চেষ্টাকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি বেঁচে ছিলেন দিব্যি। কাস্ত্রোকে হত্যার ষড়যন্ত্র নিয়ে পরবর্তী সময়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করে যুক্তরাজ্যভিত্তিক চ্যানেল ফোর। ‘৬৩৮ ওয়েজ টু কিল কাস্ত্রো’ নামের ওই প্রামাণ্যচিত্রে দেখানো হয় কত কৌশলে তাঁকে হত্যার চেষ্টা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ২০০৬ সালে যুক্তরাজ্যে সম্প্রচার করা হয় এটি। ফিদেল কাস্ত্রোকে হত্যার বেশিরভাগ উদ্যোগ ছিল ১৯৫৯ থেকে ১৯৬৩ সালের মধ্যে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ মূলত এর নেতৃত্ব দেয়। এ সময়ে পাঁচটি ভাগে সিআইএ, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবাহিনী ও যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ তাঁক
বৌদ্ধ ধর্ম থেকে আইএস নেতা, নীল প্রকাশ ‘বেঁচে আছেন’

বৌদ্ধ ধর্ম থেকে আইএস নেতা, নীল প্রকাশ ‘বেঁচে আছেন’

২০১২ সালের ঘটনা। নীল প্রকাশের এক বন্ধু তাকে জিজ্ঞেস করেছিল, সে কি ধার্মিক? উত্তরে নীল প্রকাশ বলেন, আমি একজন বৌদ্ধ, কিন্তু আমি বিশ্বাস করি, একজন সৃষ্টিকর্তা আছেন। বন্ধুটি তাঁর কথা শুনে প্রতিক্রিয়ায় বলেছিলেন, তাহলে তুমি বৌদ্ধ নও, তুমি বিভ্রান্ত। সামান্য এই বাক্য বিনিময় নীলের জীবনকে বদলে দেয়। ঘটে নতুন এক অধ্যায়ের সূত্রপাত। মেলবোর্ন থেকে নীলকে নিয়ে যায় তথাকথিত ইসলামিক স্টেটের কেন্দ্রস্থলে। বৌদ্ধ ধর্মাবলম্বী নীল প্রকাশ হয়ে যান আইএসের শীর্ষ সদস্য সংগ্রহকারীদের একজন আবু খালেদ আল-ক্যাম্বোডি। অথচ এই নীলের স্বপ্ন ছিল একজন র‍্যাপ সংগীত শিল্পী হওয়ার। বছর দেড়েক আগে, ২০১৫ সালের মে মাসে মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, ইরাকের মসুলে এক বিমান হামলায় নিহত হয়েছেন নীল। কিন্তু নিউইয়র্ক টাইমসের খবরে বলা হচ্ছে, সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে নীলকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের খবরে
ভালো আছি: সংবাদ সম্মেলনে বললেন খাদিজা

ভালো আছি: সংবাদ সম্মেলনে বললেন খাদিজা

প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের সামনে এসেছেন সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস। রাজধানীর স্কয়ার হাসপাতালের নিচ তলায় শনিবার একটি হুইল চেয়ারে করে চিকিৎসকদের সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন তিনি। সংবাদ সম্মেলনে খাদিজা বলেন, আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। দোয়া করবেন যেন, ভালো থাকি। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারি। এসময় তাকে সহায়তার জন্য সংবাদ মাধ্যম ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।  খাদিজার চিকিৎসক জানিয়েছেন, শনিবার খাদিজাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। আনুষ্ঠানিকতার পর রোববার হাসপাতাল ছাড়বেন তিনি। আঘাতের কারণে এখনও অবশ হয়ে থাকা বাম হাত ও পায়ের চিকিৎসার জন্য সোমবার তাকে সাভারস্থ পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে বা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) এ পাঠানোর কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার খাদিজার ভাই শরনান হক শাহীন নিজের ফেইসবুক পেজে খাদিজার একটি ছ
মহান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর জীবনাবসান

মহান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর জীবনাবসান

কিউবার সাবেক প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট বিপ্লবের কিংবদন্তী নেতা ফিদেল কাস্ত্রো আর নেই। ৯০ বছর বয়সে শনিবার তার জীবনাবসান হয়েছে বলে কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এএফপির খবরে জানানো হয়, কিউবার বর্তমান প্রেসিডেন্ট ও ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রো রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করেন, স্থানীয় সময় গতকাল রাত ১০টা ২৯ মিনিটে কাস্ত্রো মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। স্থানীয় সময় শনিবার তাঁকে সমাহিত করা হবে। কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের পর অর্ধ শতাব্দি ধরে তা সমুন্নত রেখে দেশ পরিচালনা করেন এই মহান নেতা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২০০৮ সালে ছোট ভাই রাউল কাস্ত্রোর হাতে দেশ পরিচালনার দায়িত্ব ছেড়ে দিয়ে অবসরে যান ফিদেল। তখন থেকে প্রকাশ্যে খুব একটা আসতেন না তিনি। তবে এরপর বেশ কয়েকবার তাঁর মৃত্যুর গুজব ছড়ায়। গুজব ছড়ালে তিনি প্রকাশ্য হয়ে তিনি জানান