খাদিজা হত্যাচেষ্টা মামলায় অভিযোগপত্র গ্রহণ - Women Words

খাদিজা হত্যাচেষ্টা মামলায় অভিযোগপত্র গ্রহণ

কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আজ মঙ্গলবার সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম উম্মে সরাবন তহুরার আদালত অভিযোগপত্র গ্রহণ করে।

আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের দিন নির্ধারণ করেছেন আদালত।

সিলেট মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি-প্রসিকিউশন) আব্দুল আহাদ এ তথ্য জানান।

মামলার তদন্ত কর্মকর্তা সিলেট শাহপরান থানার উপ-পরিদর্শক (এসআই) মোহা. হারুন অর রশিদ গত মঙ্গলবার দুপুরে একমাত্র আসামি বদরুল আলমকে অভিযুক্ত করে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে  এ চার্জশিট দাখিল করেন। ওইদিন বিচারক চার্জশিটটি অগ্রবর্তী করার পর মঙ্গলবার (১৫ নভেম্বর) মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারুন অর রশিদ জানান, ধারালো অস্ত্র দিয়ে আঘাতের কারণে ৩২৪, গুরুতর জখমের কারণে ৩২৬ এবং হত্যার উদ্দেশ্যে মারার জন্য ৩০৭ ধারা চার্জশিটে যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ১৫১ পৃষ্টার ডকেটে ও ৮ পৃষ্টার চার্জশিটের সঙ্গে অন্য আলামতের বিবরণসহ (সাব-অর্ডিনেট পেপার) সংযুক্ত করা হয়েছে। সাক্ষী হিসেবে ভিকটিম খাদিজা আক্তার নার্গিস, মামলার বাদী খাদিজার চাচা আব্দুল কুদ্দুসসহ ৩৬ জনের নাম রাখা হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন