জানুয়ারি ২৩, ২০২০ - Women Words

Day: জানুয়ারি ২৩, ২০২০

সমকামি বাঙালী ও মার্কিন তরুণীর বিয়ে

সমকামি বাঙালী ও মার্কিন তরুণীর বিয়ে

উইমেন ওয়ার্ডস ডেস্ক :: গত বছর যুক্তরাষ্ট্রে বিয়ে করা দুই সমকামি নারীর একজন বাঙালি বংশোদ্ভুত বলে জানা গেছে। যার নাম ইয়াশরিকা জাহরা হক। অপরজন জন্মসূত্রে মার্কিন নাগরিক এলিকা রুথ কুকলি (৩১)। তাদের বিয়ে আমেরিকায় হলেও আয়োজন ছিল বাঙালি ঐতিহ্যে। ২০১৯ সালের ৬ জুন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইয়াশরিকার বাবা ইয়ামিন হক, মা ইয়াসমিন হক। ইয়াশরিকা জাহরা হক ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। তারপর ইলিনয়েসের নর্থ ওয়েস্টার্ণ ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়েছেন। তিনি বর্তমানে একটি ল ফার্মে অ্যাসোসিয়েট হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দুই তরুণীর প্রথমবার দেখা হয় ২০১৫ সালে একটি এলজিবিটি মার্চে। সেখান থেকেই সম্পর্ক ধীরে ধীরে এগুতে থাকে। নিজেদের প্রেমের কথা জানাতে গিয়ে ইয়াশরিকা বলেন, কুকলিকে প্রথম দেখার পর কেমন লেগেছিল তা বলে বুঝাতে পারব না। তখন সে একা ছিল। আমিও তার প্রতি আগ্রহী হয়ে উঠেছ
লঞ্চের কেবিনে কিশোরী ধর্ষণ

লঞ্চের কেবিনে কিশোরী ধর্ষণ

উইমেন ওয়ার্ডস ডেস্ক :: কথিত প্রেমিকের বিরুদ্ধে এক কিশোরীকে কৌশলে চাঁদপুরের লঞ্চের কেবিনে তুলে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ফতুল্লা পুলিশ তাকেঁ গ্রেপ্তার করেছে। জানা গেছে, বেড়াতে নেওয়ার কথা বলে লঞ্চের কেবিনে কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিক সালাউদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সালাউদ্দিনকে গতকাল বুধবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ। এর আগে গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করলে ওই দিন রাতেই পুলিশ সালাউদ্দিনকে গ্রেপ্তার করে। সালাউদ্দিন চাঁদপুর পৌর এলাকার উত্তর জিটি রোডের সিদ্দিক আলীর ছেলে। পুলিশ ও ভুক্তভোগী কিশোরী জানায়, ফতুল্লার এনায়েতনগর এলাকার একটি হোসিয়ারিতে কাজ করত ওই কিশোরী। সেখানেই সালাউদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তিন বছর ধরে তাদেঁর প্রেম চলে। এর মধ্যে সালাউদ্দিনের সঙ্গে বিয়ের কথাও হয়। গত ১১ জানুয়ারি সকালে
রাজাপুরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

রাজাপুরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

উইমেন ওয়ার্ডস ডেস্ক :: ঝালকাটি জেলার রাজাপুরে ষষ্ঠ শ্রেণীর এক মাদরাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. সাগর খান (১৮) ও মো. হেমায়েত খলিফা (৪০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত জালাল হাওলাদার (৪০) পলাতক রয়েছে। এদিকে ঘটনাকে ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহলের চাপের কারণে মামলা দায়েরে বিলম্ব হয়েছে বলে জানা গেচে। তবে অভিযোগ পেয়েই রাজাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষককে আটক করতে সক্ষম হয়েছে। ধর্ষিতার পরিবার অভিযোগে জানায়, রোববার বিকালে ধর্ষিতা তার ঘরের সামনে বসা থাকতে একই এলাকার মো. রশিদ হাওলাদারের পুত্র মো. জালাল হাওলাদার (৪০) এসে স্কুল ছাত্রীকে পাশের বাড়ীর হেমায়েত তাকে ডাকছে বলে জানালেও সে তাতে কর্ণপাত না করে বসে থাকে। কিছুক্ষণ পরে আবার একই এলাকার মো. শহিদ খানের পুত্র মো. সাগর খান (১৮) এসে পুনরায় তাকে হেমায়েত তার বাড়িতে ডাকে বলে জানালে সে প্রতি