জানুয়ারি ১৫, ২০২০ - Women Words

Day: জানুয়ারি ১৫, ২০২০

মৌলভীবাজারে দুই বান্ধবীকে গণধর্ষণ, তিন আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি

মৌলভীবাজারে দুই বান্ধবীকে গণধর্ষণ, তিন আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি

উইমেন্স ওয়ার্ডস ডেস্ক :: কলেজ থেকে বাড়ি ফেরার পথে মৌলভীবাজার সদর উপজেলায় এক কলেজছাত্রী ও তার বান্ধবীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ ১৫ জানুয়ারি বুধবার বিকেলে গ্রেপ্তার ৩ আসামিকে আদালতে পাঠায় পুলিশ। পরে আসামিরা আদালতে ১৬৪ ধারায় ধর্ষণের বিষয়টি শিকার করে নিজেদের জবানবন্দি দেয়। এসব তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। এর আগে মঙ্গলবার বিকেলে শহরের ওয়াপদা (স্টেডিয়াম) এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেণ দুই ধর্ষিতার একজন । ঘটনার পর থেকে রাত ১১টা পর্যন্ত তিন অভিযুক্তকে আটক করে মৌলভীবাজার মডেল থানার পুলিশ। তারা হলেন, মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর এলাকার ইসমাইল মিয়ার ছেলে মুন্না মিয়া (২৬), হাসিব উদ্দিনের ছেলে আকাশ (২২) ও ছুরফ মিয়ার ছেলে হুমায়ুন (২০)। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর
‘নারী নির্যাতনের ঘটনাকে বিচারহীন রাখতে চায় না সরকার’

‘নারী নির্যাতনের ঘটনাকে বিচারহীন রাখতে চায় না সরকার’

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবাধিকার সম্পর্কিত সরকারের অনেক অর্জন বা সাফল্য রয়েছে। তবে অনেক অর্জনের মধ্য দিয়েও বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষ করে নারী নির্যাতন বন্ধের ক্ষেত্রে। তিনি বলেন, সরকার ধর্ষণসহ নারী নির্যাতনের অন্যান্য ঘটনাকে কোনোভাবেই বিচারহীন অবস্থায় রেখে দিতে চায় না এবং রেখে দিবে না। এ বিষয়ে সরকার অনেক সজাগ রয়েছে। মঙ্গলবার ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত 'মানুষের জন্য মানবাধিকার পদক-২০২০' শীর্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমৃদ্ধির সঙ্গে মানবাধিকার অঙ্গাঙ্গীভাবে জড়িত। সেজন্য সরকার সকল উন্নয়নের প্রয়াসে মানবাধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে আসছে। এমজেএফ-এর গভর্নিং বোর্ড-এর সদস্য পারভীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে