জানুয়ারি ১৪, ২০২০ - Women Words

Day: জানুয়ারি ১৪, ২০২০

‘কাউকে ঘটনার কথা বলতে পারিনি’

‘কাউকে ঘটনার কথা বলতে পারিনি’

কিশোরী বয়সে নিজের বাড়িতেই ধর্ষণের চেষ্টা করা হয় ‘বিগবস ১৩’ খ্যাত আরতি সিংকে। কিন্তু সেই ঘটনার কথা তখন কাউকে বলতে পারেননি তিনি। সম্প্রতি ছোটবেলার সেই ভয়ঙ্কর স্মৃতির বিষয়ে মুখ খোলেন বিগবসের ঘরেই। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার’র প্রতিবেদনে জানানো হয়, সেদিনের ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে আরতির বলেন, ‘তখন আমার ১৩ বছর বয়েস। লখনৌতে থাকতাম আমি। এক দিন বাড়িতে কেউ ছিলেন না। ঠিক সেই সময়েই হঠাৎ দুপুরবেলা আমার বাড়িতে যে কাজ করত, ঘরের দরজা বন্ধ করে আমায় ধর্ষণের চেষ্টা করে। আমি চিৎকার করতে থাকি। কিন্তু বাড়িতে তো কেউ নেই। কোনওরকমে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে সেই জায়গা থেকে পালিয়ে এসেছিলাম। কোনোদিন কাউকে এই ঘটনার কথা বলতে পারিনি আমি। সে দিনের সেই ঘটনা আমায় ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল পুরোপুরি। আমার প্যানিক অ্যাটাক হয়েছিল। প্রায় এক বছর ধরে এর প্রভাব ছিল আমার ওপর।’ আরতি সিং আরও বলেন, ‘সবাই মনে করত কেউ হয়তো আমায় ছেড়ে
জয়াকে নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন

জয়াকে নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন

কানন দেবী ছিলেন ১৪! সুচিত্রা সেন ২২! ঋতুপর্ণা ২১! কোয়েল ১৮! বছরে শুরু করেছিলেন। আর আমাদের জয়া আহসান? বয়স ৪৭। তিনি নিজে অবশ্য বলছেন তার বয়স সাঁইত্রিশের একদিনও বেশি নয়! উইকিপিডিয়ার তথ্য ভুল! সর্বত্রই দেখা গেছে তারকাদের উত্থান কুড়ির কোঠায়। বয়সের সঙ্গে সঙ্গে তাদের প্রমোশন হয়েছে তন্বী কিশোরী থেকে মা-মাসির রোলে। ব্যতিক্রম আছে। তারা ক্ষণজন্মা। যেমন- মেরিল স্ট্রিপ বা জেমস বন্ডের গোয়েন্দাপ্রধান জুডি ডেনস সত্তর পেরিয়ে তারা পুনর্যৌবন লাভ করেছেন। জয়া ব্যতিক্রম! যা এতদিন অভাবনীয় ছিল, এবার তা-ই হয়েছে। ৪৭ অথবা (ওরফে) ৩৭ বছরের এক নারী এই মুহূর্তে বাংলার সবচেয়ে কাঙ্ক্ষি মুখ। ২০১৭-এ লম্বা ইনিংস খেলতে মাঠে নেমেছেন তিনি। শুধু একের পর এক ছবি করা নয়। প্রতিটি ছবিতে বক্স অফিসের সাফল্যকে সুনিশ্চিত করেছেন জয়া। এ বছর রিলিজ করেছে তার তিনটি ছবি। বক্স অফিসে সাফল্যের নিরিখে ‘দেবী’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’- তিনটিই সুপারহিট। শু