জানুয়ারি ২৫, ২০২০ - Women Words

Day: জানুয়ারি ২৫, ২০২০

জন্মদিনের অনুষ্ঠানে গণধর্ষণের শিকার

জন্মদিনের অনুষ্ঠানে গণধর্ষণের শিকার

উইমেন ওয়ার্ডস ডেস্ক :: গাজীপুরের শ্রীপুরে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী। তার বয়স ১৫ বছর। গত ১৫ জানুয়ারির পরের দিন শ্রীপুর থানায় মামলা হলেও ১০ দিনের মাথায় ৪ জনকে আটক করেছে র‌্যাব-১। আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শরীফ হোসেন (১৮), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ইমরান হাসান (১৯), গাজীপুরের শ্রীপুর উপজেলার শরিফ উদ্দিন মোল্লা (২০) ত্রিশাল উপজেলার ১৬ বছর বয়সী এক কিশোর। আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, জন্মদিনের অনুষ্ঠানে নিয়ে গিয়ে কিশোরীকে পানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে পান করানো হয়। মেয়েটি অচেতন হলে চারজন মিলে তাকে ধর্ষণ করে। পরে অচেতন অবস্থায় ফেলে রেখে যায় তারা। এছাড়া ই
আমাদের শব্দচয়নেই যুদ্ধের ভাব : ইরানত্যাগী লেখক শোলে ওলপে

আমাদের শব্দচয়নেই যুদ্ধের ভাব : ইরানত্যাগী লেখক শোলে ওলপে

সময়টা যেমনই হোক, দুনিয়ার কোনও প্রান্তেই সুখে থাকা সহজ নয়। তবে সময়ের এই চেহারা বদলাতে হলে অনেক ভালবাসা দিয়ে ভরে দিতে হবে চারপাশটা। যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কত দিন আর কাটবে? নিজের জন্মস্থান ইরান ছেড়ে মার্কিন মুলুকে বহু বছর কাটিয়ে ফেলেছেন কবি-সংগীতকার-নাট্যকার-অনুবাদক শোলে ওলপে। দফায় দফায় দেখেছেন ভারতের নানা প্রান্ত। সব দেখেশুনে এখন তাঁর মনে হয়, পরিস্থিতি কোথাওই আলাদা নয়। বর্তমান ইরান, বর্তমান ভারত, এমনকি, এ সময়ের আমেরিকা— সবই একই মুদ্রার এ পিঠ আর ও পিঠ। এ বছর জয়পুর লিটারেচার ফেস্টিভালে এসেছেন তাঁর মতো দেশছাড়া মানুষদের ভাবনা-জীবন নিয়ে কথা শোনাতে। সঙ্গে শোনাবেন নিজের গানও। সে সবের আগে আনন্দবাজার ডিজিটালের সঙ্গে একান্ত আড্ডায় বললেন, ‘‘কঠিনের মোকাবিলা করতে গেলে সবার আগে ‘মোকাবিলা’ শব্দটা বদলে ফেলতে হবে। আমাদের রোজের শব্দচয়নে কেমন যেন যুদ্ধ যুদ্ধ ভাব ঢুকে গিয়েছে। তাই আমরা চাইলেও যুদ্ধ থে