জানুয়ারি ২৭, ২০১৯ - Women Words

Day: জানুয়ারি ২৭, ২০১৯

শবনম ফারিয়ার আবেগঘন স্ট্যাটাস

শবনম ফারিয়ার আবেগঘন স্ট্যাটাস

অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। আগামী মাসের প্রথম দিন তাদের বিবাহোত্তর সংবর্ধনা। গত বছরই তাদের আকদ হয়ে গেছে। বর হারুনুর রশীদ অপু একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন ফারিয়া। এ জন্য অভিনয় থেকে ছুটি নিয়েছেন। ‘দেবী’ ছবির এ অভিনেত্রী গত ১৫ দিন ধরে শুটিংয়ে নেই। বিয়ের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই বাবাকে মনে পড়ছে ফারিয়ার। প্রয়াত বাবার স্মরণে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া। নিজের ফেসবুক পেজে রোববার এ স্ট্যাটাস দেন। যাতে অনেকেই লাইক ও কমেন্ট করেছেন। শবনম ফারিয়ার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘যে দিনটি দেখার জন্য তুমিই সবচেয়ে বেশি অপেক্ষা করেছ, সেই দিনটি এগিয়ে আসছে; কিন্তু অদ্ভুতভাবে তুমিই নেই। প্রতিটা ঘটনা ঘটে, আর আমি কল্পনা করার চেষ্টা করি- তুমি থাকলে কী কী হতো! তুমি আমার হাতে মেহেদি দেখলে কী বলতে কিংবা বিয়ের শাড়ি কেনার সময় তোমার অব
সিলেটি বংশোদ্ভূত বিস্ময় শিশু, ৯ বছরে কলেজে ভর্তি

সিলেটি বংশোদ্ভূত বিস্ময় শিশু, ৯ বছরে কলেজে ভর্তি

যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির গড় বয়স যেখানে ১৭ থেকে ১৯, খুব মেধাবী হলেও ১৫ বা ১৪ বছরের নিচে ভর্তির রেকর্ডও যৎসামান্য; সেখানে বাংলাদেশের কায়রান কলেজে ভর্তি হয়েছে মাত্র ৯ বছর বয়সে! তাও যেনতেন কোনো বিষয় নয়, রীতিমতো গণিত ও রসায়ন নিয়ে পড়ছে সে। কায়রানের মা কাজী জু‌লিয়‌া চৌধুরী কাজী ও বাবা মোস্তা‌হিদ কাজী। তাদের পূর্বপুরুষ সিলেটের বাসিন্দা। ক্যালিফোর্নিয়ার লাস পজিটাস কলেজে ভর্তি হওয়া কায়রানের এমন অভাবিত প্রতিভাকে প্রথমে সবার সামনে তুলে ধরে হাফিংটন পোস্ট। হাফিংটন পোস্টে খবর প্রকাশের পরই আমেরিকায় কায়রানকে ঘিরে আলোচনার শুরু হয়। তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমেরিকার জনপ্রিয় টিভি শো গুড মর্নিং আমেরিকাতেও। পরে ডেইলি মেইল, আইরিশ টাইমস ও অন্যান্য পশ্চিমা গণমাধ্যমও কায়রানকে নিয়ে সংবাদ ছেপেছে। হাফিংটন পোস্টে নিজের সম্পর্কে কায়রান লিখেছে, তৃতীয় গ্রেডে থাকা অবস্থায় ডাক্তাররা পরীক্ষা করে জা
বাস কন্ডাক্টরের মেয়ে ইতিহাস গড়লেন রাজপথে

বাস কন্ডাক্টরের মেয়ে ইতিহাস গড়লেন রাজপথে

গলি থেকে রাজপথ, যাত্রা সহজ ছিল না। কিন্তু করে দেখালেন মেজর খুশবু কাঁওয়ার। গতকাল শনিবার প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে তাঁর হাত ধরে গড়ে উঠল ইতিহাস। এ বছর প্রজাতন্ত্র দিবসের থিম ছিল নারীশক্তির উত্থান। সেই উপলক্ষে প্রথমবার রাজধানীতে কুচকাওয়াজে অংশ নেন দেশের প্রাচীনতম আধা সামরিক বাহিনী, আসাম রাইফেলসের নারীরা। সেই দলের কমান্ডার ছিলেন মেজর খুশবু। কুচকাওয়াজে সকলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যান তিনি। ৩০ বছরের খুশবু কাঁওয়ার আদতে রাজস্থানের জয়পুরের বাসিন্দা। বিবাহিতা এবং এক সন্তানের মা। পিতা ছিলেন বাস কন্ডাক্টর। কষ্ট করে লেখাপড়া শেখেন তিনি। ২০১২ সালে যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে। এই মুহূর্তে আসাম রাইফেলসে রয়েছেন। উত্তর-পূর্বের রাজ্যে বিদ্রোহ দমন করা, ইন্দো মায়ানমার সীমান্তে চেকপোস্ট পাহারা দেওয়া, বেআইনি অস্ত্রশস্ত্রের খোঁজে তল্লাশি চালানো ইত্যাদি তাঁর দায়িত্বের মধ্যে পড়ে।      
‘আমার নাম সযল, আমি ধর্ষক, ইহাই আমার পরিণতি’

‘আমার নাম সযল, আমি ধর্ষক, ইহাই আমার পরিণতি’

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে সযল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশের গলায় ঝুলন্ত একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল ‘আমার নাম সযল,... আমি ধর্ষক, ইহাই আমার পরিনতি।’ গতকাল শনিবার সকালে ভান্ডারিয়া ও কাঠালিয়া উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকার বলতলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, বলতলা গ্রামের একটি মাঠে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করে। এ সময় লাশের গলায় একটি চিরকুট ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, তাতে লেখা ছিল ‘আমার নাম সযল,... আমি ধর্ষক, ইহাই আমার পরিনতি।’ লাশের ময়নাতদন্তের জন্য ঝালকাঠী মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি অসুস্থ মাকে দেখতে নানা বাড়ি যাচ্ছিল অষ্টম শ্রেণির এ
পদ্মশ্রী ফিরিয়ে দিলেন গীতা মেহতা

পদ্মশ্রী ফিরিয়ে দিলেন গীতা মেহতা

পদ্মশ্রী ফিরিয়ে দিলেন লেখিকা গীতা মেহতা। তিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বোন। ৭০তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ২৫ জানুয়ারি প্রথামাফিক ঘোষণা করা হয়েছিল পদ্ম পুরস্কার বিজয়ীদের নাম। সেই তালিকায় নাম ছিল লেখিকার। গীতা বলেন, তার নাম এই পুরস্কারের জন্যে বিবেচিত হওয়াতেই তিনি সম্মানিত। সামনেই লোকসভা নির্বাচন। তার দাদা উড়িষ্যার মুখ্যমন্ত্রী। ফলে তিনি যদি এই পুরস্কার গ্রহণ করেন, তাহলে তৈরি হতে পারে রাজনৈতিক টানাপোড়েন।
২১ বছর বয়সে নাম্বার ওয়ান নাওমি ওসাকা

২১ বছর বয়সে নাম্বার ওয়ান নাওমি ওসাকা

অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা এককের ফাইনালে পেত্রা কেভিতোভাকে হারিয়ে শিরোপা জয়ের পাশাপাশি মেয়েদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর হলেন নাওমি ওসাকা।     কেভিতোভাকে হারিয়ে মেলবোর্ন পার্কের নতুন রানির মুকুট পরলেন জাপানের এই টেনিস-কন্যা। রড লেভার অ্যারেনায় শিরোপা নির্ধারণী ম্যাচে ২ ঘণ্টা ২৭ মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২১ বছর বয়সী ওসাকা জেতেন ৭-৬, ৫-৭, ৬-৪ গেমে।এতে নিশ্চিত হয়ে গেল সিমোনা হালেপকে পেছনে ফেলে ওসাকার মেয়েদের টেনিসের নতুন নাম্বার ওয়ান হওয়াটাও। এশিয়ার প্রথম টেনিস তারকা হিসেবে আগামী পরশু প্রকাশিতব্য র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠবেন ২১ বছর বয়সী এই জাপানি।     এ নিয়ে পরপর দুটি গ্র্যান্ড স্লাম জিতলেন ওসাকা। এর আগে গত সেপ্টেম্বরে ইউএস ওপেনে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে এবং কাঁদিয়ে জিতেছিলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের জেনিফার ক্যাপ্রিয়াতির পর প্রথম খেলোয়াড় হিসেবে ও