জানুয়ারি ৪, ২০১৯ - Women Words

Day: জানুয়ারি ৪, ২০১৯

মোহজাল (পর্ব: আট)

মোহজাল (পর্ব: আট)

অনন্যা হক মোমেনা কদম আলীর কথা মতই রান্নার জোগাড় করতে থাকে।নতুন কালের ফাইফরমাশ সব ভাল লাগে।আগে পরের বাসায় পরের ইচ্ছে তে সব করেছে।খাবারের কোন অভাব ছিল না।সবই তার হাতে ছিল, আপা কোন কৃপণতা করেনি কোন দিন। তাও শুধু তো খাওয়ার ভেতরে সব কিছু থাকে না।কোথায় যেন একটা বড় কষ্ট সব সময় কাঁটার মত ফুটতো। এই কদিনে সারা দিন ধরে কাজের উপর থাকে তবু মনে সেই আনন্দ, নিজের সংসার। আমারে এক গ্লাস পানি দিয়ে যাও,কদম আলী বারান্দা থেকে বলে।মোমেনা উঠে কল চেপে এক জগ ঠান্ডা পানি আর একটা গ্লাস নিয়ে যায়।পানি ঢেলে হাতে দেয়। কদম আলী বলে,এখানে একটু বস। -এখন বসলে চলে,কেবলই না বাজার আনলেন? -আপনি আজ দোকানে গেলেন না? -না, আজ আর যাব না,গরমে বেশ কাহিল লাগতিছে।টেবিল ফ্যান টা এইখানে একটু লাগায় দিয়ে যাও তো। মোমেনা ফ্যান টা পাশের টেবিলে সেট করে দিয়ে নেমে চলে যায় রান্না ঘরের দিকে। কদম আলীর একটা দোকান আছে গ্রামের বাজারে।ছোট একটা ছ