জানুয়ারি ১২, ২০১৯ - Women Words

Day: জানুয়ারি ১২, ২০১৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন তুলসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন তুলসি

২০২০ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন তুলসি গ্যাবার্ড (৩৭)। সম্প্রতি মার্কিন কংগ্রেসে প্রথম হিন্দু সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আজ শনিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।  ওই সাক্ষাৎকারে তুলসী জানিয়েছেন, আগামী সপ্তাহে নিজের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করবেন তিনি। তিনি বলেছেন, মার্কিন জনগণ এখন ব্যাপক প্রতিকূলতার মোকাবেলা করছে। এ বিষয়ে আমি উদ্বিগ্ন। এ সমস্যা সমাধানে আমি সাহায্য করতে চাই। প্রসঙ্গত, ডেমোক্রেট পার্টির সদস্য তুলসি চতুর্থবারের মতো হাওয়াই থেকে মার্কিন কংগ্রেসে আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্ম নেওয়া এই নারী ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। সূত্র : খালিজ টাইমস, টাইমস অব ইন্ডিয়া   
কানাডার শরণার্থী হয়েছেন সেই সৌদি তরুণী

কানাডার শরণার্থী হয়েছেন সেই সৌদি তরুণী

সৌদি তরুণী রাহাফ মোহাম্মেদ আল-কুনুন (১৮) কানাডার শরণার্থী মর্যাদা পেয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে। সাংবাদিকদের ট্রুডো বলেন, ‘কানাডা সব সময় মানবাধিকার ও নারীদের অধিকার রক্ষায় তাদের পাশে দাঁড়ায়। জাতিসংঘ থেকে আল-কুনুনের পক্ষে শরণার্থী হিসেবে আশ্রয়ের আবেদন করা হলে আমরা তা গ্রহণ করি।’ প্রসঙ্গত, নারী অধিকার ও মানবাধিকার ইস্যুতে সৌদি-কানাডা দ্বন্দ্ব এর আগেও চরমে পৌঁছেছিল। এ দিকে ইতিমধ্যেই আল-কুনুন টরোন্টোর উদ্দেশে রওনা হয়েছেন বলে সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে। থাইল্যান্ডের ইমিগ্রেশন পুলিশ প্রধান সুরাহাতে হাকপার্নের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কোরিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে আল-কুনুনকে কানাডায় পাঠানো হয়েছে। পথে কিছু সময়ের জন্য উড়োজাহাজটি সিউলে যাত্রাবিরতি করবে। গণমাধ্যমকে রাহাফ জানান