আগস্ট ১১, ২০১৯ - Women Words

Day: আগস্ট ১১, ২০১৯

চকলেট দেখিয়ে ধর্ষণ চেষ্টা, বাবাকে ধরিয়ে দিল মেয়ে

চকলেট দেখিয়ে ধর্ষণ চেষ্টা, বাবাকে ধরিয়ে দিল মেয়ে

ভারতের জামশেদপুরের বিরসা বস্তি এলাকায় চকলেটের লোভ দেখিয়ে চার বছরের দুধের শিশুকে ধর্ষণের চেষ্টা করছিলেন এক ব্যক্তি। কিন্তু নিজের ১৫ বছর বয়সী মেয়ের জন্য তা আর করতে পারেননি। ওই শিশুকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেন অভিযুক্তের মেয়ে। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জনা যায়, গতকাল শনিবার দুপুরের এ ঘটনা। অভিযুক্ত ব্যক্তি তারই নিকট আত্মীয়ার সন্তানকে ধর্ষণের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। সেই অবস্থায় তার মেয়ে দেখে ফেলে। একটুও সময় নষ্ট না করে সে তার বাবাকে ঝাঁপিয়ে পড়ে মারতে শুরু করে। শিশুটিকে উদ্ধারও করে সে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। পরে চিৎকার করা শুরু করে। তারপর প্রতবেশীরা আসলে খবর দেওয়া হয় সোনারি থানায় ও স্থানীয় অঙ্গনবাড়ি কর্মীদের। শিশুটিকে স্থানীয় একটি হোমে পাঠানো হয়। সোনারি থানার পুলিশ কর্মকর্তা নরেশ সিংহ বলেন, ‘আমরা ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছি। শিশুটির সমস্ত ডাক্তার
আবারও কংগ্রেসের হাল ধরলেন সোনিয়া

আবারও কংগ্রেসের হাল ধরলেন সোনিয়া

রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া পদ সামলাতে চলেছেন তাঁর মা সোনিয়া গান্ধী। শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির ম্যারাথন বৈঠক শেষে ঠিক হয়েছে সোনিয়া গান্ধীই হবেন অন্তর্বর্তী সভাপতি। সর্বসম্মতিক্রমে ওয়ার্কিং কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাত এগারোটায় হরিয়ানার কংগ্রেস নেতা কুমারী শৈলজা এই খবর জানিয়ে বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী ওয়ার্কিং কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে এটাও বোঝা গেল, গান্ধী পরিবারের বাইরের কাউকে দলের সভাপতি করার বিষয়ে রাহুল তাঁর যে দৃঢ় সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, ওয়ার্কিং কমিটি তা মানল না। দলের সবাই গান্ধী পরিবারের প্রতিই তাদের আনুগত্য প্রকাশ করল। সোনিয়াও তা মেনে নিতে শেষ পর্যন্ত বাধ্য হলেন। যদিও তিনি নিজেই বলেছিলেন, রাহুলের কথা অনুযায়ী এই দায়িত্ব গান্ধী পরিবারের বাইরে কাউকে দেওয়া হোক। আড়াই মাসের দোদুল্যমানতা কাটিয়ে নতুন সভাপতি ঠিক করতে কংগ্রেস ওয়ার্কিং
মতিঝিলে ১৫ তলা থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

মতিঝিলে ১৫ তলা থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

রাজধানীর মতিঝিল সিটি সেন্টারের ১৫ তলা থেকে পড়ে তানজিনা আক্তার রূপা (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই তরুণীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে বিকেল ৫টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তানজিলা ওই এলাকার একটি স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তিনি খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম মৃত তাহাজ উদ্দিন। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ওই তরুণীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আব্দুল খালেক জানান, ময়নাতদন্তের জন্য ওই কিশোরীর মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা