
দিয়া মির্জার ঘর ভাঙল যার কারণে
সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ সিনেমার চিত্রনাট্যকার কণিকা ধিলন নিজেই নাকি জাজমেন্টাল হয়ে দাঁড়িয়েছেন দিয়া মির্জা আর সাহিল সঙ্ঘার মাঝে। কণিকার জন্যই নাকি ভেঙে গিয়েছে ১১ বছরের সম্পর্ক। বলিউডে গুঞ্জন সে রকমই। কণিকার সঙ্গে সাহিলের পরকীয়া জানতে পেরেই দিয়া বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমের এমনটাই দাবি।
স্বামী সাহিল সঙ্ঘের সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। বৃহস্পতিবার সোশ্যাল হ্যান্ডেলে সাহিল সঙ্ঘের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন দিয়া। জানিয়ে দেন, দু'জনে আলোচনা করে তবেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
শুধু তাই নয়, সাহিলের সঙ্গে বিচ্ছেদের পর তারা একে অপরের ভাল বন্ধুও থাকবেন বলে জানান দিয়া।
জানা যায়, বলিউডের অন্যতম চিত্রনাট্যকার কণিকা ধিলনের দাম্পত্যেও নাকি বিচ্ছেদ হয়েছে। একই দিনে বলিউডের দুই সেলবের বিচ্ছেদের খবর পাওয়ার