আগস্ট ৭, ২০১৯ - Women Words

Day: আগস্ট ৭, ২০১৯

নোবেলজয়ী মার্কিন উপন্যাসিক মরিসনের জীবনাবসান

নোবেলজয়ী মার্কিন উপন্যাসিক মরিসনের জীবনাবসান

নোবেলজয়ী মার্কিন লেখক টনি মরিসন আর নেই। শুক্রবার রাতে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। ১৯৭০ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস 'দ্য ব্লুয়েস্ট আই'। ১৯৯৩ সালে সাহিত্যে নোবেল পান এই লেখক। তার উপন্যাসের সংখ্যা ১১টি। শনিবার ৮৮ বছর বয়সী মরিসনের মৃত্যুর খবরটি দুঃখের সঙ্গে এক বিবৃতিতে তার পরিবার নিশ্চিত করে। এতে বলা হয়, সোমবার রাতে পরিবারের স্বজন ও বন্ধুবান্ধবদের রেখে চলে গেছেন মরিসন। বিবৃতিতে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, মরিসনের মৃত্যুতে আমাদের বড় ক্ষতি হয়ে গেল। তবু কৃতজ্ঞতা যে দীর্ঘ এবং সুন্দর একটি জীবন কাটিয়েছেন। টনি মরিসনের জন্ম ১৮ ফেব্রুয়ারি, ১৯৩১। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে 'বিলাভেড', 'সং অফ সলোমন', 'সুলা'। ১৯৮৮ সালে 'বিলাভেড' গ্রন্থের জন্য পুলিৎজার পুরস্কারে সম্মানিত করা হয়েছিল প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এ
জয়া আহসান জ্বরে আক্রান্ত

জয়া আহসান জ্বরে আক্রান্ত

জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এই অভিনেত্রীর ঘনিষ্টসূত্রের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। জয়ার এক ঘনিষ্টজন বলেন, ‘গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন জয়া। বাংলাদেশে ডেঙ্গু নিয়ে চলমান ভীতিকর অবস্থায় তাকে রক্ত পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বরের পাশাপাশি তার শরীরে ব্যথাও আছে। এ বিষয়ে জয়া আহসান বলেন, ‘এটি সাধারণ জ্বর, তাই আর ডেঙ্গু পরীক্ষা করিনি।’ তবে দুদিন থেকে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে বলেও জানান তিনি।
১০ টাকার প্রলোভন দেখিয়ে শিশু শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

১০ টাকার প্রলোভন দেখিয়ে শিশু শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় শিশু শ্রেণির এক ছাত্রী (৬) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে ওই শিশুকে তার বাবা-মা চিকিৎসার জন্য লোহাগড়া হাসপাতালে নিয়ে আসেন। জানা যায়, ওই শিশুর মা অন্যের বাড়িতে কাজ করেন এবং শিশুর বাবা ভ্যান চালক। অন্যের বাড়িতে কাজ করার জন্যে চলে যাওয়ায় বাড়িতে ছিলেন না শিশুর মা। বাড়িতে এসে ওই শিশু তার ছোট বোনকে জানায়। পরে তার ছোট বোন ঘটনার কথা তার ফুপুকে বলে দেয়। বিকালে শিশুটি কিছুটা অসুস্থ হয়ে পড়লে তার কাছ থেকেই শিশুর মা ও বাবা বিষয়টি প্রথম জানতে পারেন। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসার জন্য লোহাগড়া হাসপাতালে শিশুটিকে আনেন তার বাবা-মা। ওই শিশুর মা জানান, তার মেয়েকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচুড়িয়া গ্রামের মৃত মোবারেক শেখের ছেলে চটপটি বিক্রেতা আকরাম শেখ (৫৫) কিছু খাবারসহ ১০ টাকা হাতে দিয়ে ফুসলিয়ে পাঁচু
চলে গেলেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

চলে গেলেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গেছেন। মঙ্গলবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে ভর্তির পরপরই তার মৃত্যু হয়।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র প্রথম মেয়াদে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন সুষমা স্বরাজ। তিন বছর আগে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। অসুস্থতার কারণে মোদি-র এবারের মেয়াদে মন্ত্রিসভায় কোনও দায়িত্ব নিতে আগ্রহী হননি তিনি। এমনকি এবারের লোকসভা নির্বাচনেও তিনি অংশ নেননি। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর-র আমলেও মন্ত্রিত্ব সামলেছিলেন এই বিজেপি নেত্রী। তার মৃত্যুতে ভারতের রাজনৈতিক মহলে, বিশেষ করে বিজেপি শিবিরে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালে নেওয়ার আগে সন্ধ্যায় টুইটারে দেওয়া এক পোস্টে স্বায়ত্তশাসন বাতিল করে কাশ্মির ভেঙে দুই ভাগ করার সিদ্ধান্তের জ