ফেব্রুয়ারি ১৫, ২০১৯ - Women Words

Day: ফেব্রুয়ারি ১৫, ২০১৯

দুই ভাই মিলে শিশুকে ধর্ষণ

দুই ভাই মিলে শিশুকে ধর্ষণ

লালমনিরহাটের হাতীবান্ধায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার উপজেলার গড্ডিমারী ইউনিয়নের পিত্তিফাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জাহেদুল ইসলাম নামে এক যুবককে আজ শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক আসামি জাহেদুলের খালাতো ভাই আয়নাল হক পলাতক রয়েছে। গ্রেপ্তার জাহেদুল ইসলাম উপজেলার গড্ডিমারী ইউনিয়নের পিত্তিফাটা গ্রামের হোসেন ফকিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যার পর বাড়ির পাশের এক মুদি দোকান থেকে ফিরছিল মেয়েটি। এ সময় প্রতিবেশী হোসেন ফকিরের ছেলে জাহেদুল ও তার খালাতো ভাই আয়নাল হক মেয়েটির মুখ চেপে ধরে রাস্তার পাশে নিয়ে যায় এবং দুজন মিলে ধর্ষণ করে। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। ওইদিন
রেসিং কার চালিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন সৌদির এই তরুণী

রেসিং কার চালিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন সৌদির এই তরুণী

সৌদি আরব ই পৃথিবীর একমাত্র দেশ, যেখানে মেয়েদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। সে নিষেধাজ্ঞা উঠে গিয়েছে মাস কয়েক আগে। যে দেশে এই সে দিন পর্যন্ত মেয়েদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল, সে দেশেরই এক মেয়ে এ বার রেসিং কার চালিয়ে তাক লাগিয়ে দিলেন। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে দেশের কর্ণধার রাজা সলমন ঘোষণা করেন, মেয়েদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এর পরই মুক্তির হাওয়া দেখে সৌদির প্রমীলা বাহিনী। ২০১৮ সালের ২৪ জুন মধ্য রাতে রিয়াধের রাস্তায় ইতিহাস সৃষ্টি হয়। কয়েক দশকের নিষেধের বাধা অতিক্রম করে ছুটে চলে গাড়ি, যার স্টিয়ারিং এক মহিলার হাতে। এ বার রেসিং কারের স্টিয়ারিং হাতে নিলেন রীমা আল জুফালি। জুনে লাইসেন্স পাওয়ার পরই অক্টোবরেই প্রথম রেসে অংশ নেন রীমা। কলেজে পড়তে পড়তেই ফর্মুলা ওয়ানের অনুরাগী হয়ে উঠেছিলেন রীমা। তার পর রেসিং কার লাইসেন্সের জন্য আবেদন। ফর্মুলা কার রেসিং স্কুলে পাঠ নিয়েছেন তিন
পরীমনির বাগদান

পরীমনির বাগদান

নায়িকা পরীমনির সাথে সাংবাদিক তামিম হাসানের বাগদান সম্পন্ন হয়েছে।    গতকাল বৃহস্পতিবার ভালোবাসা দিবসে তাঁরা দুজন বাগদান সেরে নিয়েছেন। পরীমনির বারিধারার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর বাগদান সম্পন্ন হয়েছে। এদিকে তামিম হাসান নিজেও ফেসবুকে দেওয়া এক পোস্টে পরীমনির সঙ্গে বাগদানের ব্যাপারটি নিশ্চিত করেছেন। আজ শুক্রবার সকালে পরীমনি তাঁর ফেসবুক পেজে তামিম হাসানের সঙ্গে ভালোবাসা দিবস উদযাপনের কিছু ছবি পোস্ট করেছেন। পরীমনি জানান, কোনো এক ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তাঁদের বিয়ে হবে। এখনো কয়েকটা অনুষ্ঠান বাকি রয়েছে, সেগুলো সবাইকে সঙ্গে নিয়ে করতে চান তিনি। তামিম হাসান একটি জাতীয় দৈনিক পত্রিকার বিনোদন বিভাগের দায়িত্বে আছেন। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেমের ঘোষণা আর ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি তাঁদের বাগদান সম্পন্ন হয়। যদিও পরীমনি ও তামিম অনেক আগেই গোপনে বিয়ে করেছেন—এমন গুঞ্জনও শোনা যা
ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যায় গ্রেপ্তার ৩

ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যায় গ্রেপ্তার ৩

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ড মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, রাশিদা (৫৫), রুমা ওরফে রেশমা (৩০) এবং স্বপ্না (৩৫)। এরমধ্যে রেশমা ও স্বপ্না নিহত মাহফুজা চৌধুরী পারভীনের গৃহকর্মী ছিলেন। হত্যাকাণ্ডের পর থেকেই তারা পলাতক ছিলেন। নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৩টায় নিউমার্কেট থানায় এ বিষয়ে ব্রিফিং করা হবে। উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি (রোববার) বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে নিজের বাসা থেকে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে। পরেরদিন সোমবার সকালে পলাতক দুই গৃহকর্মী রেশমা ও স্বপ্নাসহ তিনজনকে আসামি করে নিউমার্কেট থানায় মামলা করেন মাহফুজার স্বামী ইসমত কাদের গামা।  
আইএস ঘাঁটি থেকে ফেরার আকুতি বাংলাদেশি তরুণীর

আইএস ঘাঁটি থেকে ফেরার আকুতি বাংলাদেশি তরুণীর

বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম। দুই বান্ধবীর সঙ্গে ২০১৫ সালে লন্ডন থেকে তুরস্ক হয়ে সিরিয়ায় যান জঙ্গি সংগঠন ইসলামী স্টেটে (আইএস) যোগ দিতে। এরপর চার বছর পার হয়েছে। আইএসের ঘাটিতে থাকা শামীমা এখন গর্ভবর্তী। আকুতি জানিয়েছেন, তিনি ফিরতে চান। টাইমস অব লণ্ডন পত্রিকায় শামীমার সাক্ষাৎকারের অডিও রেকর্ডিংসহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী শামীমা বলছেন, ‘আমি স্কুল থেকে পালিয়ে আইএস’এ যোগ দেয়া সেদিনের সেই ১৫ বছরের একটি সাধারণ কিশোরী নই। তাছাড়া আমি সেখানে যাওয়া নিয়ে আমার কোনো অনুশোচনাও নেই। তবে আমি দেশে ফিরতে চাই।’ সিরিয়ায় একটি শরণার্থী শিবির থেকে শামিমা জানিয়েছেন, তিনি এখন ৯ মাসের গর্ভবতী। সন্তানের জন্যই দেশে ফিরতে চান তিনি। তার আরও দুটি সন্তান ছিল। তবে তাদের দু’জনেই মারা গেছে। তার সঙ্গে আইএসে যোগ দেয়া দুই বান্ধবীর একজন বোমা হামলায় নিহত হয়েছেন। তবে অপর বান্ধবীর সম