ফেব্রুয়ারি ২, ২০১৯ - Women Words

Day: ফেব্রুয়ারি ২, ২০১৯

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী শানু

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী শানু

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী শানারেই দেবী শানু। আজ শনিবার সকাল ৮ টার দিকে একটি নাটকের শুটিংয়ে মানিকগঞ্জ যাওয়ার পথে সাভারের আমিনবাজারে দুর্ঘটনার শিকার হন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘সকালটা শুরু হলো দুর্ঘটনা দিয়ে। এই মাত্র বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলাম। ঈশ্বরকে ধন্যবাদ।’ দুর্ঘটনার পর লাক্স তারকা শানারেই দেবী শানু বলেন, ‘আমরা যখন মানিকগঞ্জের যাওয়ার জন্য রওনা হই, তখন একটু সকালই ছিল। কুয়াশাও ছিল। নাটকের ইউনিটের মাইক্রোবাসে ছিলাম আমি আর ড্রাইভার। আমিনবাজার দিয়ে যাওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক পেছন থেকে আমাদের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ার উপক্রম হয়। শেষ পর্যন্ত ড্রাইভার কোনো রকমে গাড়িটি নিয়ন্ত্রণ করেন। এ সময় আমাদের সামনে থাকা আরেকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের মানুষজন ছুটে আসেন। তাঁরা গাড়ি থেকে আমাদের বের করেন। ট্রাক আর ট্রাকের ড
বাঁচো বন্ধু, কষ্ট কিসের?

বাঁচো বন্ধু, কষ্ট কিসের?

খলিলুর রহমান ফয়সাল একটা মেয়ে আমার কারণে মরতে চেয়েছিল। আই রিপিট, একটা মেয়ে আমার কারণে মরতে চেয়েছিল। যেদিন আমি এটি জেনেছি সেদিন বুক ফাটিয়ে খোদার কাছে বলেছিলাম, খোদা মেয়েটিকে বাঁচিয়ে দাও, আর পারলে আমার কাছ থেকে দূরে সরিয়ে দাও। খোদা আমার কথা সেদিন শুনেছিলেন। বুক ফাটিয়ে খোদার কাছে যা চেয়েছি, খুব কমবারই তিনি আমাকে নিরাশ করেছেন। আম্মা মারা যাওয়ার পরপর বাসা থেকে আমাকে ফোন দেয়া হলো, তিনি খুব অসুস্থ আমি যাতে তাড়াতাড়ি বাসায় চলে আসি। বুকটা দরাম করে উঠলো, এক ঘন্টা আগে ফোনে আমি যার আওয়াজ শুনলাম সে অসুস্থ হয় কি করে? তখনি বুঝলাম মা আমার নাই, নয়তো যাবে যাবে করছে। খোদার কাছে বুক ফাটিয়ে চাইলাম, মায়ের আর অবাধ্য হবো না খোদা, মা কে ফেরাও। খোদা সে রাতে আমার কথা রাখেন নি। তবে মেয়েটার বেলা রেখেছিলেন। মেয়েটা আমাকে খুব ভাল বাসতো, সে আমাকে বর হিসেবে চাইতো। তবে আমি কখনো স্ত্রী হিসেবে তাকে চাইতাম না। খুব জিদ ছিল তার।
কলকাতা বইমেলার স্থানান্তর নিয়ে নাখোশ তসলিমা

কলকাতা বইমেলার স্থানান্তর নিয়ে নাখোশ তসলিমা

৪৩তম আন্তর্জাতিক বইমেলা কলকাতায় শুরু হয়েছে । সল্টলেকের সেন্ট্রাল পার্কে বৃহস্পতিবার এ বইমেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমে বইমেলাটি নতুন স্থানে করার বিরোধিতা করেছেন বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিয়ে লিখেছেন। তসলিমা নাসরিনের সেই স্ট্যাটাসটি এখানে হুবহু তুলে ধরা হলো- ‘কলকাতার ময়দান থেকে বইমেলাকে সরিয়ে দিয়ে বইমেলার সর্বনাশ করা হয়েছে। মানুষ আজকাল বই পড়ছে না, বাংলা বই তো আরো পড়ছে না, এমন সময় বইমেলাকে চোখের আড়াল করে দেওয়া মানে সামান্য যেটুকু পড়ার উৎসাহ মানুষের ছিল, সেটুকুকেও কফিনে ঢুকিয়ে দেওয়া। ময়দান আর্মিদের। আর্মিরা নাকি মনে করে বইমেলায় দূষণ হয় খুব, সে কারণে ময়দানে বইমেলা বন্ধ। আর্মিদের যা কিছু মনে করার অধিকার আছে। কিন্তু যারা আর্মি নয়, তাদের তো আর্মিদের জানিয়ে দিতে হবে যে, বইমেলা ময়দানেই হবে, কারণ বইম
ভুল ততক্ষণ ভুল না, যতক্ষণ শিখছ

ভুল ততক্ষণ ভুল না, যতক্ষণ শিখছ

আশিক রাহমান সহজে কাউকে বিশ্বাস করা মানুষ গুলি বার বার প্রতিজ্ঞা করে কাউকে বিশ্বাস না করার। অল্পতে কষ্ট পাওয়া মানুষ গুলা অল্পতেই তুষ্ট হতে চায় বেশি পাবার আকাঙ্খায় বার বার কষ্ট পাবার ভয়ে। কাউকে ভুলতে চাওয়া মানুষ গুলা বার বার কষ্ট পায় তাকেই মনে করে। বোকা মানুষ গুলা চালাক হতে যেয়ে বার বার বোকা হয়। অল্পতে রেগে যাওয়া মানুষ গুলার রাগ পড়ে গেলে নিজে নিজেই কষ্ট পায়। পৃথিবীর সবাই যখন নিজেকে চালাক ভাবে কিছু মানুষ তখন নিজেদের বোকা ভাবে কেন? নিজের দুর্বলতা পুরোপুরি জেনেও কেন কিছু মানুষ বার বার কষ্ট পায়? কেন রাগ পড়ে যাবার পর অনুশোচনা করেও বার বার সে রেগে যায়? কেন হাজারবার প্রতিজ্ঞা করেও বার বার বিশ্বাস ভঙ্গের কষ্ট পায়? হাজার বার কালোকে সাদা বললে তা সাদা হয়ে যায়না, লক্ষ কোটিবার বললেও কালো কালোই থাকে। পৃথিবীর সবাই মিলে ভোট দিলেও একটা মিথ্যা কখনো সত্য হয়ে যায়না। সত্য সত্যই থাকে। মানুষ গুলার সাথে
সিলেটে ভূমিকম্প অনুভূত

সিলেটে ভূমিকম্প অনুভূত

সিলেটে মৃদু  ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সকাল ৮টা ২৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুমন সাহা জানান, পর্যবেক্ষণে দেখা যাচ্ছে সিলেট থেকে ৪০ কিলোমিটার উত্তরে ভারত-বাংলাদেশ সীমান্তের ডাউকি এলাকা ভূমিকম্পের উৎপত্তিস্থল। ২ দশমিক ৯ মাত্রার এ কম্পন কেবল সিলেটেই অনুভূত হয়েছে। এ ছাড়া কম্পনটি একটি স্টেশনেই রেকর্ড শনাক্ত করা সম্ভব হয়েছে। সিলেট আবহাওয়া অধিদফতরের সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রায় ৪/৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে এ সময় বাড়িঘর কেঁপে ওঠে। সিলেট নগরের এক বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় আতঙ্কে অনেককে ছোটাছুটি করতে দেখা গেছে।