সাভারে ধর্ষণের শিকার স্কুলছাত্রী - Women Words

সাভারে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পেয়েছেন কর্তব্যরত চিকিৎসক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুর পরিবার ও আশুলিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিশু কিশোরগঞ্জে তার দাদার বাড়িতে থাকে। শিশুটি সেখানেই একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে। তার বাবা-মা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ভাড়া থাকেন। গত শনিবার কিশোরগঞ্জ থেকে তার দাদির সঙ্গে বাবা-মায়ের কাছে বেড়াতে আসে।

শিশুটির পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার আগে আগে ওই ভাড়া বাসার পাশের সড়কে খেলাধুলা করছিল সে। এ সময় এক যুবক তাঁকে কথা বলার ছলে পাশের একটি বাসায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পর শিশুটি বাড়িতে ফিরে যন্ত্রণায় ছটফট করতে থাকে। একপর্যায়ে শিশুটি পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয়টি জানালে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে গণস্বাস্থ্যে কেন্দ্রে নিয়ে যেতে বলেন। তবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে রাত সোয়া ১০ টার দিকে শিশুটিকে নিয়ে ঢাকা মেডিকেলের উদ্দেশে রওনা দেয় পরিবার।

শিশুটির মাবলেন, ‘আমার মেয়ে বাসার সামনে খেলছিল। সেখানে একটা লোক এসে আন্টির সঙ্গে দেখা করানোর কথা বলে তাকে ডেকে নিয়ে পাশের একটা বাসায় যায়। কিছুক্ষণ পরে সে বের হয়ে এসে তার দাদিকে বলে, “আমাকে মেরে ফেলল”। পরে সে তার দাদিকে ওই লোকটাকে দেখায়। কিন্তু তার দাদি ছেলেটিকে ডাক দিতেই সে মুখ ঢেকে দৌড় দিয়ে চলে যায়।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা আসমা সিদ্দিকা বলেন, ‘প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।’

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল হাসান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে সামগ্রিক বিষয়ে পর্যবেক্ষণ করেছি। আসামি ধরার চেষ্টা চলছে। এ ব্যাপারে শিগগিরই মামলা হবে।’ সূত্র :  প্রথম আলো