জাপানে বিধ্বস্ত বাঘিনীরা - Women Words

জাপানে বিধ্বস্ত বাঘিনীরা

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের চূড়ান্ত পর্বে জাপানের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশী কিশোরীদের । প্রথমার্ধে ৫ গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল।

আজ বুধবার থাইল্যান্ডের চনবুতিতে অনুষ্ঠিত খেলায় তারা ৯-০ গোল ব্যবধানে হারে জাপানের কাছে।

এশিয়ার সেরা আটের এই লড়াইয়ে বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করেছিল মেয়েরা। শক্তিশালী দলটির বিপক্ষে ০-১ গোলে হারেও তাই প্রাপ্তি ছিল অনেক। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে মোটেও দাঁড়াতেই পারল না গোলাম রব্বানী ছোটনের দল।

দুই বছর আগে বাংলাদেশ প্রথমবারের মতো এই আসরে খেলে। ২০১৭ সালের সেই আসরেও জাপানের মুখোমুখি হয় লাল-সবুজের মেয়েরা। কৃষ্ণা-সানজিদা-মৌসুমীদের নিয়ে গড়া সেবারের দলটি জাপানের কাছে হেরেছিল ০-৩ গোলে।

বয়সের কারণে এবার কৃষ্ণা-সানজিদা-মৌসুমী সহ অনেকেই নেই। তবে এবারের অধিনায়ক মারিয়া মান্দা, মনিকা চাকমা, আঁখি খাতুনরা ছিলেন সেবারও। তাই জাপানের বিপক্ষে এবার লড়াই আশা করেছিল সবাই। মাঠে হলো অবশ্য উল্টোটা।

আগামী শনিবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।