কলেজছাত্রীকে পেট্রল ঢেলে আগুন দেয়ার ঘটনায় মানববন্ধন - Women Words

কলেজছাত্রীকে পেট্রল ঢেলে আগুন দেয়ার ঘটনায় মানববন্ধন

রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জেরিন আক্তার মিলির শরীরে পেট্রল ঢেলে আগুন দেয়ার প্রতিবাদে মৌন মিছিল ও মানববন্ধন করেছেন সহপাঠীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে কলেজ চত্বর থেকে মৌন মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের জিরো পয়েন্টে গিয়ে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। 

মানববন্ধনে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হবিবুর রহমান বলেন, কলেজছাত্রীকে পেট্রল ঢেলে আগুন দিয়ে ঝলসে দেয়া হয়েছে। এর ফলে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

তিনি আরও বলেন, আমি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানাচ্ছি।

এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ছিল। তারা দোষীদের বিচারের দাবি জানান। পরে মৌন মিছিলটি রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়।

গত মঙ্গলবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের কাচারি মাঠসংলগ্ন ভূমি অফিসের পেছনে নিজের শিশু সন্তানের সামনে মুখে আগুন ছোড়ে জেরিনের মুখ ঝলসে দেয় বোরখা পরা দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় জেরিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সূত্র: আরটিভিঅনলাইন