জুন ১৯, ২০১৭ - Women Words

Day: জুন ১৯, ২০১৭

সে চলে গেল, বলে গেল না

সে চলে গেল, বলে গেল না

ফজিলাতুন নেছা শাপলা সে ঢেউয়ের মত ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে। যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে। খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ লিখতে বসেছি। একটুও লেখার মত অবস্থায় নেই আমি। তবুও লিখছি, লেখাটা যদি কারো কাজে লাগে। মেয়েটাকে একটু একটু চিনতাম। প্রজাপতির মত ছিল।খুব আদুরে।চঞ্চল। চোখ-মুখ আলোকিত। কী মায়াময় চেহারা! হঠাৎই মেয়েটা চলে গেল নাফেরার দেশে।কি তার সুখ, কী তার দুঃখ কিছুইজানা গেলনা। অভাগী জানলনা, একদিন সে আগুন হতে পারত। জ্বলে ওঠার আগেই দপ করে নিভে গেল। কতটুকু জেনেছিল সে জীবনের? ১৮ বছর বয়স মানেই মানেনা কোনো বাধা।এই বয়সে যা খুশি তাই করে ফেলা যায়, অতকিছু ভাবা্ভাবির সময় ওদের নেই।যদিও মেয়েটার ১৮ হয়নি তার বয়স ছিল মাত্র ১৫। মেয়েটা এক গভীর বেদনা নিয়ে, সবকিছু অমীমাংসিত রেখে, ‘বসন্তের বাতাসটুকুর মত প্রাণের পরে পরশ রেখে চলে গেল, কিছু বলে গেলনা’।যে চলে গেছে, তাকে নিয়ে আর লিখতে চাইনা।
সম্ভ্রান্ত ভদ্রলোক ও তার কুকুরেরা (২)

সম্ভ্রান্ত ভদ্রলোক ও তার কুকুরেরা (২)

নুসরাত নীলা কুকুরের মতো প্রভুভক্ত প্রাণী আর হয় না বলেই না কি, কে জানে-কুকুরের চোখের কোণে যে কান্নার দাগ জমে তা যে কত মর্মন্তুদ হয় তা বোঝার হৃদয় যার নেই সে হৃদয়হীন, সীমার। কথামতো সম্ভ্রান্ত ভদ্রলোকের বাড়িতে পৌঁছে অনেক দামি কিছু পোশাক পেল কুকুর। নতুন কুকুরের আগমন উপলক্ষে সম্ভ্রান্ত ভদ্রলোক তাঁর বাড়ি নানারকম আলোতে সাজিয়েছিলেন। বিক্রি হয়ে যাবার ক্লান্তিতে সেদিন কুকুরটার শরীর ঝিমিয়ে আসছিল, সে সঙ্গে আরো ক্লান্তি ছিল দীর্ঘপথ ভেঙে প্রাচীন শেকল ছেড়ে নতুন শেকলে আসার! তবু কুকুর ঘুমাল না, ঘুম যতই তাকে টেনে ধরতে চাইল সে ততই যেন ব্যগ্র হয়ে অপেক্ষা করতে লাগল মনিবের। কুকুরকে একদল চাকর-চাকরানি একথাল মাংস ডিনারে দিতে এলে তাদেরই কেউ একজন বলছিল, সখ করে আবার কুকুর কিনলেও মালিক আর কোনো কুকুরের সঙ্গে এক বিছানায় ঘুমাবেন না। মালিকের পূর্বের কুকুরের অসুখের খবর জানা ছিল না, জানা ছিল না কী পণ করেছিলেন মনিব-তেজি, অহং