জুন ২, ২০১৭ - Women Words

Day: জুন ২, ২০১৭

ছেলেকে নিয়ে জন্মদিনের পার্টিতে কারিনা

ছেলেকে নিয়ে জন্মদিনের পার্টিতে কারিনা

অভিনেতা তুষার কাপুরের ছেলে লক্ষ্যের প্রথম জন্মদিনের পার্টিতে ছেলে তৈমুরকে নিয়ে হাজির হন কারিনা কাপুর খান। নবাবদের পরবর্তী প্রজন্ম। তারপর আবার সে কি না কারিনার ছেলে তাই, ক্যামেরার ফ্ল্যাশ তার ওপর থাকবে না, তাই কি হয়? তৈমুরকে যখন দেখা গেল, তখন চটপট উঠে এল তার ছবি। যেন বলিউড ডিভা মা-কে অনেক পিছনেই ফেলে দিল ছোট্ট তৈমুর। মা কারিনার কোলে চড়ে এই প্রথম ক্যামেরার সামনে পোজ দিল সাইফ আলি খানের ছেলে। আর যেই সেই ছবি প্রকাশ্যে এলো, ইন্টারনেটে জোয়ার বয়ে গেল যেন ছোট্ট তৈমুরকে দেখার জন্য। কারিনা যখন তাকে কোলে নিয়ে গাড়ি থেকে নামছেন, তৈমুর কিন্তু মাঝে মধ্যেই ক্যামেরার দিকে অদ্ভূত চোখে তাকিয়ে থাকে। শুধু তাই নয়, গাড়ির মধ্যেও মায়ের কোলে বসে বাইরের দিকেই তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। আর ছোট্ট তৈমুরকে দেখে যেন কারিনার ভক্তরাও উচ্ছ্বসিত। তুষার-পুত্র লক্ষ্যের জন্মের ছয় মাস পরেই তৈমুরের জন্ম। পার্টিতে মা কারিনার সঙ
ধূমপানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ভারতীয় নারীরা

ধূমপানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ভারতীয় নারীরা

নারীদের তামাক খাওয়ার প্রতিযোগিতায় মার্কিন মুলুকের পরই রয়েছে ভারতের নাম। অর্থাৎ ধূমপানে গোটা বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভারতীয় নারীরা! পরিসংখ্যান বলছে, নারীদের ধূমপানে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ভারত, তৃতীয় চীন ও চতুর্থ রাশিয়া। পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। একটা ছোট্ট পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে গত দশ-বারো বছরে ভারতে নারীদের ধূমপান আধিক্যের হার কী ভাবে বেড়েছে। বর্তমানে ভারতে নারী ধূমপায়ীর সংখ্যা ১২ দশমিক ১ মিলিয়নের বেশি। ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের তথ্য অনুযায়ী, ধূমপানের কারণে প্রত্যেক বছরই ৮ থেকে ৯ লাখ মানুষ প্রাণ হারাচ্ছেন। বিশেষত, ধূমপানের ফলে ক্যানসারে আক্রান্ত হয়েই মৃত্যু হয় বেশিরভাগ মানুষের। তার মধ্যে স্তন ক্যানসারের সংখ্যাটাই বেশি। এর হাত থেকে বাঁচার একটাই উপায়। ধূমপান ত্যাগ করতে হবে। দরকার পড়লে চিকিৎসকের সাহায্য নিতে হবে। চিকিৎসকদের কথায়, কাউন্সিলিংই এ ব্যাপা