ফেব্রুয়ারি ৮, ২০১৭ - Women Words

Day: ফেব্রুয়ারি ৮, ২০১৭

ভারতসেরা বঙ্গতনয়া ঋতুপর্ণা দাশ

ভারতসেরা বঙ্গতনয়া ঋতুপর্ণা দাশ

আবার এক বঙ্গতনয়ার মাথায় উঠল ভারত সেরার মুকুট। জাতীয় ব্যাডমিন্টনের সিনিয়র বিভাগে দেশের এক নম্বর হলেন হলদিয়ার ঋতুপর্ণা দাশ। এর আগে ব্যাডমিন্টনে বাঙ্গালি মেয়েদের মধ্যে চোখ ধাঁধানো সাফল্য ছিল মধুমিতা বিস্তের ।     ঋতুপর্ণা দাশ পাটনা থেকে ফোনে বললেন, ‘আমার লক্ষ্য ২০২০-র টোকিও অলিম্পিকের দলে ঢোকা। তার আগে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে নিজের র‌্যাঙ্কিং বাড়ানোটাও লক্ষ্য।’ আটবারের চ্যাম্পিয়ন মধুমিতা ভারতীয় ব্যাডমিন্টনের সফলতম মেয়ে খেলোয়াড়। বাংলার মেয়ে হলেও  খেলতেন রেলওয়েজের জার্সিতে। আর হায়দরাবাদে গোপীচন্দের অ্যাকাডেমিতে থাকার সুবাদে ঋতুপর্ণা খেলেন তেলঙ্গনার হয়ে। তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে বি কম পড়ছেন। নিজেকে বাংলার মেয়ে বলতেই ভালোবাসেন, মধুমিতার মতোই। তিনি বলেন, ‘বাংলায় তো আমাদের খেলার সেরকম ভালো পরিকাঠামো নেই। তাই এখানে এসেছি গোপীস্যারের কাছে। ছয় বছর বাংলার বাইরে থাকলেও আমি নিজেকে বাংলারই
২২০০ নারীর জরায়ু কেটে বাদ: বিক্ষোভের মুখে চিকিৎসকরা

২২০০ নারীর জরায়ু কেটে বাদ: বিক্ষোভের মুখে চিকিৎসকরা

বিনা কারণে ২২০০ নারীর জরায়ু কেটে বাদ দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল ভারতের বেঙ্গালুরুর চারটি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে। সেটা ২০১৫ সালের আগস্টের ঘটনা। সেই ঘটনার তদন্তে নেমেছিল স্বাস্থ্য দপ্তর৷ রিপোর্ট দেখে ওই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওই হাসপাতালগুলোর লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছিল৷ কিন্তু তাতেও হাসপাতাল বন্ধ হয়নি৷ ঘটনার দু’বছর পরও বহাল তবিয়তে চলেছে হাসপাতালগুলির কাজকর্ম৷ চিকিৎসকরাও দিব্যি রয়েছেন আগের মতোই৷ আর এতেই বিক্ষোভে ফেটে পড়েছেন চক্রান্তের শিকার ওই দলিত নারীরা৷ গত সোমবার এর প্রতিবাদে ক্ষতিগ্রস্ত নারী এবং একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের সঙ্গে নিয়ে কালাবুরাগি ডেপুটি কমিশনারের দপ্তরের সামনে প্রতিবাদে শামিল হন হাজার হাজার মানুষ৷ তাঁদের পাশে দাঁড়িয়ে অলটারনেটিভ ল ফোরামের সদস্য বিনয় শ্রীনিবাস বলেন, ‘কম সময়ে বিপুল অর্থ অর্জনের লোভে দলিত ও লম্বানি নারীদের টার্গেট করে হাসপাতাল
সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল ২১ মার্চ

সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল ২১ মার্চ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় আগামী ২১ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। মামলায় তদন্ত প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায় তদন্তের দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তা এএসপি মহিউদ্দিন আহমেদকে তলব করেছেন আদালত। কেন এখনও তদন্ত প্রতিবেদন দেওয়া গেল না, তদন্ত কর্মকর্তাকে তা আদালতে হাজির হয়ে ব্যাখ্যা করতে হবে বলে আজ বুধবার আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম। ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আলতাফ হোসেন জানান, মহানগর হাকিম মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১ এর জ্যেষ্ঠ পুলিশ সুপার ওয়ারেস আলী মিয়া সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার কোনও অগ্রগতি প্রতিবেদন দাখিল না করায় বিচারক আগামী ২১ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহের
আত্মহত্যা করেই মূল ধারার মিডিয়ার শিরোনাম জ্যাকলিন মিথিলা

আত্মহত্যা করেই মূল ধারার মিডিয়ার শিরোনাম জ্যাকলিন মিথিলা

আলোচনায় আসার জন্য কত না চেষ্টা করেছেন জ্যাকলিন মিথিলা। কিন্তু সফল হননি। কখনই হতে পারেননি মূলধারার সংবাদমাধ্যমের শিরোনাম।  চেষ্টা করেছিলেন। কয়েকটি গানের মডেল হয়েছিলেন, হয়েছিলেন পি এ কাজলের সিনেমার আইটেম গার্ল। কিন্তু সেসব কাজ মিডিয়া হাইলাইট করে নি। মানসসম্মত কাজ ছিল না, এজন্যই শিরোনাম হতে পারেন নি। ফাইনালি তিনি নিজের জীবন দিয়ে মূলধারার গণমাধ্যমে শিরোনাম হলেন। আলোচিত-সমালোচিত মডেল, ঢাকাই ছবির আইটেম কন্যা জ্যাকলিন মিথিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাড়িতে তিনি মধ্যরাতে গলায় ফাঁস দেন। পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তার বাবা স্বপন শীল থানায় ডায়েরি করেছেন। চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, এই মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছে- স্বামীর সঙ্গে তার ঝগড়া। মামলায় প্রকৃত নাম দেওয়া হয়েছে জয়া শিল, বয়স ২২ বছর। পুলিশের এই কর্মকত
মৃত্যুর ৩ বছর পর তোলা হলো চিত্রনায়িকা অন্তরার লাশ

মৃত্যুর ৩ বছর পর তোলা হলো চিত্রনায়িকা অন্তরার লাশ

মৃত্যুর তিন বছর পর ময়নাতদন্তের জন্য বাংলা চলচ্চিত্রের নায়িকা অন্তরার লাশ লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে পুনঃতদন্তের জন্য গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে আজিমপুর কবরস্থান থেকে  মৃত দেহের কংকাল তোলা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা উপস্থিত ছিলেন। অন্তরার মা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ  মর্গে পাঠানো হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কয়েকটি ব্যবসা সফল বাংলা সিনেমার নায়িকা অন্তরার পুরো নাম মোসা: পারভীন আকতার লাকি। তার মৃত্যুর ঘটনাটিকে হত্যা দাবি করে আদালতে মামলা করেছেন অন্তরার মা আমেনা খাতুন। আদালতের নির্দেশে ওই মামলার তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির অতিরিক্ত উপকমিশনার এডিসি (দক্ষিণ) আমিনুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশে আজিমপুর কবরস্থান থেকে