জুলাই ১, ২০১৬ - Women Words

Day: জুলাই ১, ২০১৬

গুলশানের ঘটনায় গুলিবিদ্ধ ওসি সালাউদ্দিন নিহত

গুলশানের ঘটনায় গুলিবিদ্ধ ওসি সালাউদ্দিন নিহত

রাজধানীর অভিজাত গুলশান-২ এর রেস্তোরাঁয় জিম্মি করে রাখা দুর্বৃত্তদের গুলি ও বোমায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হয়েছেন। তাঁর মরদেহ এখন গুলশানের ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে। সেখানে উপস্থিত থাকা তাঁর ব্যক্তিগত গাড়ি চালক মো. মোস্তফা খবরটি নিশ্চিত করেছেন। মোস্তফা জানান, আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য ওই হাসপাতালে ভর্তি আছেন। রাত ১২টায় সালাহউদ্দিনের ভাগ্নে মিশু হাসান হাসপাতাল থেকে বেরিয়ে এসে বলেন, সালাহউদ্দিনের গলায় গুলি ও বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। পুলিশ পুরো হাসপাতাল ঘেরাও করে রেখেছে, কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবদুল আহাদের দেহরক্ষী মফিজুল ইসলাম বলেন, এডিসি আহাদ, গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) রফিক ও এসআই জিয়া, ভাটারা থানার পরিদর্শক ইয়াছিনসহ অন্তত ৫০ জন পুলিশকে আহত অবস্থায়
গুলশানে রেষ্টুরেন্টে বিদেশিসহ জিম্মি ২০ , আহত ১০

গুলশানে রেষ্টুরেন্টে বিদেশিসহ জিম্মি ২০ , আহত ১০

  রাজধানীর অভিজাত গুলশান-২ এ সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় হোটেলের ভেতর ৪জন জাপানিসহ অন্তত ২০ জিম্মি হয়ে পড়েন। একই ভবনে কিচেন নামে আরেকটি রেস্টুরেন্টে ৫জনকে জিম্মি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনার সূত্রপাত ঘটে। জানা গেছে, গুলশান-২ এর ৭৯ সড়কে কাছে হলি আর্টিজান বেকারির ভেতরে এই গোলাগুলির ঘটনার সূত্রপাত হয়। রেস্টুরেন্টটি লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের কাছে অবস্থিত। গোলাগুলির ঘটনায় ১০ জন আহত হলেও তাদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। আহতরা হলেন তারা হলেন ওসি সালাহউদ্দিন, এডিসি আহাদুল ইসলাম, পুলিশ কনস্টেবল প্রদীপ (২৮), পুলিশ কনস্টেবল আলমগীর (২৬) ও মাইক্রোবাস চালক আব্দুর রাজ্জাক (৩০)। আব্দুর রাজ্জাক গলায় ও শরীরের অন্যান্য স্থানে, প্রদীপের বাম গাল ও ডান পায়ে, আলমগীরের ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ
স্মরণিকায় জিয়া প্রথম রাষ্ট্রপতি, উপাচার্যের গাড়ি ভাংচুর

স্মরণিকায় জিয়া প্রথম রাষ্ট্রপতি, উপাচার্যের গাড়ি ভাংচুর

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেছেন ছাত্রলীগের কর্মীরা। উপাচার্যের বাসভবনের সামনে শুক্রবার বিকেল তিনটার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার সময় উপাচার্য গাড়ির ভেতরে থাকলেও তিনি আহত হন নি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ একটি স্মরণিকা প্রকাশ করে। স্মরণিকায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯৫ বছর উদ্‌যাপন কমিটির সদস্যসচিব রেজাউর রহমানের লেখা ‘স্মৃতি অম্লান’ শিরোনামে নিবন্ধ ছিল। এই নিবন্ধে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের পরিচিতি তুলে ধরতে গিয়ে তিনি লিখেছেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সাবেক সেনা প্রধান ও একজন বীর মুক্তিযোদ্ধা।’ এর প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা জুমার নামাজের পর মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তারা উপাচার্যের পদ
শিক্ষক রিপন হত্যাচেষ্টার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

শিক্ষক রিপন হত্যাচেষ্টার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

ঢাকার ডেমরা থেকে খালেদ সাইফুল্লাহ নামের একজন কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দাবি অনুযায়ি গ্রেপ্তারকৃত খালেদ মাদারীপুরের কলেজশিক্ষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার ‘'মূল পরিকল্পনাকারী'। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ চন্দ্র দে সরকার জানান, ডেমরার মাতুয়াইল ইউপি বাদশা মিয়া রোড এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাইফুল্লাহকে গ্রেপ্তার করা হয়। রাতে পুলিশ বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা করেছে। তিনি আরো জানান, আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এ বিষয়ে  একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। ১৫ জুন বিকেল পাঁচটার দিকে রিপন চক্রবর্তীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তিনি মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক। কলেজ ক্যাম্পাসের পাশে তাঁর বাসায় ঢুকে এ হামলা চালায় তারা। এ সময় জনতার হাতে ধরা খায় হামলাকারীদের একজন গোলাম ফাইজুল্লাহ ফাহিম। পুলিশ তখন জানায়, ফাহিম নিষিদ্ধ জঙ্গি সং
ঝিনাইদহে পুনরায় হিন্দু সেবায়েতকে হত্যা

ঝিনাইদহে পুনরায় হিন্দু সেবায়েতকে হত্যা

ঝিনাইদহে পুনরায় এক মন্দিরের সেবায়েতকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম শ্যামানন্দ দাস ওরফে বাবাজি (৫০)। তিনি তিন বছর ধরে সদর উপজেলার উত্তর কাষ্ট সাগরা গ্রামের শ্রীশ্রী রাধামদন গোপাল বিগ্রহে (মঠ) কর্মরত ছিলেন। শ্যামানন্দের বাড়ি নড়াইল সদর উপজেলার মুসুড়িডাঙ্গা গ্রামে। তাঁর পিতার নাম কিরণ চন্দ্র। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা  শ্যামানন্দকে কুপিয়ে  গুরুতরভাবে জখম করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। নাম প্রকাশ না করে এক নারী প্রত্যক্ষদর্শী জানান, শ্যামানন্দ প্রতিদিনের মতো আজও পূজার জন্য ফুল তুলতে মঠ থেকে বের হয়েছিলেন । এ সময় শহরের দিক থেকে একটি মোটরসাইকেলে করে আ