জুলাই ২০, ২০১৬ - Women Words

Day: জুলাই ২০, ২০১৬

ব্লগার বাবু হত্যা মামলায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ব্লগার বাবু হত্যা মামলায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযুক্তরা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান বুধবার এই অভিযোগ গঠন করেন। তিনি এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আগামী ৪ আগস্ট। অভিযুক্ত আসামিরা হলেন জিকরুল্লাহ ওরফে হাসান (১৯), মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ ওরফে এরফান ওরফে মুশফিক (১৯),মো. সাইফুল ইসলাম ওরফে মানসুর (২৩),মাওলানা জুনেদ আহমেদ ওরফে জুনায়েদ ওরফে তাহের (৩০) ও আবদুল্লাহ ওরফে মো. আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে বড় ভাই (২৮)। এদের মধ্যে পলাতক আছেন জুনেদ  ও আবদুল্লাহ। আদালত সূত্রে জানা যায়, আদালতে উপস্থিত তিন আসামিকে অভিযোগ পড়ে শোনানো হয়। তারা নিজেদের নিদোর্ষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। প্রসঙ্গত, গত বছরের ৩০ মার্চ সকালে রাজধানীর বেগুনবাড়ী এলাকার বাসা থেকে
গুলশান হামলায় নিহত জঙ্গিদের মরদেহ থেকে রক্ত-চুল সংগ্রহ

গুলশান হামলায় নিহত জঙ্গিদের মরদেহ থেকে রক্ত-চুল সংগ্রহ

ঢাকায় গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় নিহত পাঁচ জঙ্গির দেহ থেকে রক্ত ও চুলের নমুনা সংগ্রহ করেছে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগ। বুধবার বিশেষজ্ঞরা এ নমুনা সংগ্রহ করেন। ঢাকা মেডিক্যালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ জানান, জঙ্গিদের মৃতদেহ সিএমএইচ-এ রাখা আছে। সংগ্রহকৃত নমুনা  ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে জমা দেয়া হবে। সেগুলো তারা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই-কে দেবে। মাহমুদ আরও বলেন, হামলাকারীদের মাথার সামনের, পেছনের এবং কানের পাশ দিয়ে চুলের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২০ মিলিলিটার রক্তও সংগ্রহ করা হয়েছে। হত্যার আগে জঙ্গিরা কোনও মাদক সেবন করেছিল কিনা কিংবা শক্তিবর্ধক কিছু খেয়েছিল কিনা সেটাও পরীক্ষা করা হবে বলে জানান তিনি। এই ফরেনসিক কর্মকর্তা জানান, এর আগে ময়নাতদন্তের জন্য নমুনা নেয়া হয়েছিল। এবার তদন্তকারীদের প্রয়োজন অনুযায়ি নমুনা নে
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন। ওহাইওতে এই কনভেনশনে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রতিনিধিরা তার পক্ষে ভোট দেন। সেখানে মিস্টার ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও বক্তৃতা করেন। তিনি বলেন, আমার বাবার কাছে যা কিছু অসম্ভব, সেখান থেকেই তিনি শুরু করেন, তিনি জীবনকে দেখেন এভাবেই। কনভেনশনে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে টিফানি ট্রাম্পেরও বক্তব্য দেয়ার কথা রয়েছে।