নভেম্বর ২, ২০১৯ - Women Words

Day: নভেম্বর ২, ২০১৯

ধর্ষিতার অচেতনতায় দায়মুক্ত ৫ ধর্ষক!

ধর্ষিতার অচেতনতায় দায়মুক্ত ৫ ধর্ষক!

দলবদ্ধ ধর্ষণের সময় কিশোরী অচেতন থাকায় পাঁচ ধর্ষককে যৌন নিপীড়নের অভিযোগ থেকে মুক্তি দিয়েছে স্পেনের বার্সেলোনার একটি আদালত। কারণ, ওই সময় নির্যাতিতা অপরাধীদের ‘বাধা দেয়নি’। বৃহস্পতিবারের ওই রায়ের ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। দাবি উঠেছে এ সংক্রান্ত আইন সংস্কারের। স্পেনের আইনে কোনো যৌন হয়রানির ঘটনা তখনই যৌন নিপীড়ন বা ধর্ষণ হিসেবে বিবেচিত হবে, যদি অপরাধী সহিংস আচরণ করে এবং ভয়ভীতি দেখিয়ে থাকে। নির্যাতিতা ১৪ বছর বয়সী ওই কিশোরী ঘটনার সময় অচেতন থাকায় ওই পাঁচ অভিযুক্তকে যৌন হয়রানি দুর্বল ধারায় সাজা দেওয়া হয়েছে। তাদেরকে ১০-১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও যৌন নিপীড়নের ধারায় সাজা দেওয়ার আবেদন জানিয়েছিলেন প্রসিকিউটর। গত ২০১৬ সালে বার্সেলোনার উত্তর-পশ্চিমাঞ্চলীয় মানরেসায় একটি পার্টিতে এ যৌন নিপীড়নের ঘটনা ঘটে। আদালতের শুনানিতে বলা হয়, একটি পরিত্যক্ত কারখানায় ওই পার্টিতে ‘মাদক সেবন’ করে অচেতন হয়ে পড়ে নি