জুন ২৬, ২০১৯ - Women Words

Day: জুন ২৬, ২০১৯

শরীরে কেরোসিন ঢেলে আগুন, মারা গেল ফুলন

শরীরে কেরোসিন ঢেলে আগুন, মারা গেল ফুলন

১২ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মারা গেলেন অগ্নিদগ্ধ ফুলন রানী বর্মণ(২০)। নরসিংদীর বীরপুরে ফুপাতো ভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ হয়েছিলেন তিনি। আজ বুধবার ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ফুলনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ফুলনের বাবা যোগেন্দ্র বর্মণ বলেন, চিকিৎসকরা আমাদের জানিয়েছেন আগুনে ফুলনের শরীরের ২১ শতাংশ পুড়ে যায় এবং মুখে কেরোসিন ঢালার কারণে ফুলনের শ্বাসনালীতে সমস্যা ছিল। এতে তার শ্বাস নিতে কষ্ট হয়। এজন্য গত বৃহস্পতিবার (২০ জুন) ফুলনের অপারেশন করা হয়। এরপর থেকে ফুলন ভালোই ছিল।  তিনি আরো বলেন, মঙ্গলবার (২৫ জুন) ফুলনের বমি ও শ্বাস নিতে সমস্যা হচ্ছিলো। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার বলেন, সকালে ফুলনের বাবা যোগেন্দ্র ফোন করে আমাদের মৃত্যুর
পরিণীতি’তে পোয়াবারো অস্ট্রেলিয়ার পর্যটন

পরিণীতি’তে পোয়াবারো অস্ট্রেলিয়ার পর্যটন

হালের বলিউড অভিনেত্রীদের মধ্যে শীর্ষস্থানীয় একজন পরিণীতি চোপড়া। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এগিয়ে থাকাদের সংক্ষিপ্ত তালিকায় তাকে রাখতেই হবে।ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ২ কোটি। বলিউডের খুব কম তারকারই এতো ফলোয়ার। ইনস্টাগ্রামের পাশাপাশি অন্য সামাজিক মাধ্যম মিলিয়ে তার ফলোয়ার ৫ কোটি।  বলিউড সুন্দরীর এই জনপ্রিয়তাকে ভালোই কাজে লাগাচ্ছে অস্ট্রেলিয়ার পর্যটন কর্তৃপক্ষ। ইন্ডিয়া এন্টারটেইনমেন্ট মার্কেটিং এর প্রতিবেদন অনুযায়ী, পরিণীতাকে ‌অস্ট্রেলিয়ার শুভেচ্ছাদূত নিয়োগের পর অসিদের দেশে ভারতীয় পর্যটকের সমাগম বেড়েছে ২১ শতাংশ। শেষ ছয় মাসেই শুধু বেড়েছে ১৫ শতাংশ। ট্যুরিজম অস্ট্রেলিয়ার সক্রিয় প্রচারে কাজ করছেন ত্রিশ বছর বয়সী এই বলি সুন্দরী। তা করছেন সানন্দেই। পরিণীতির ভাষায়, ‘মন থেকে অস্ট্রেলিয়ার পর্যটনের বিকাশে কাজ করে যাচ্ছি। আমার লক্ষ্য সেখানে ভারতীয় পর্যটকদের সংখ্যা ৫০ শতাংশে নিয়ে যাওয়া।’