৬মাস আটকের পর হংকং ছাড়লেন দুই সৌদি বোন - Women Words

৬মাস আটকের পর হংকং ছাড়লেন দুই সৌদি বোন

সৌদি আরব থেকে পালিয়ে হংকংয়ে আশ্রয় নিয়েছিলেন সৌদি দুই বোন রীম (১৮) ও রাওয়ান (২০)। ৬মাস হংকংয়ে আটক শেষে জরুরি ভিত্তিতে সোমবার তারা হংকং ত্যাগ করেছেন। তবে তাদের গন্তব্য প্রকাশ করেননি তাদের আইনজীবী মাইকেল ভিডলার।

আইনজীবী মাইকেল ভিডলার জানিয়েছেন, পরিবারের নির্যাতন থেকে রক্ষা পেতে এতোদিন ধরে তারা হংকংয়ে পালিয়েছিলেন। পরে হংকং থেকে জরুরি মানবিক ভিসা নিয়ে সোমবার নতুন দেশের উদ্দেশে পাড়ি জমিয়েছেন তারা। তবে এই দুই বোন ঠিক কোন দেশে গিয়েছেন তা জানাননি মিশেল। তারা দুজন এখন মুক্ত জীবনযাপন শুরু করতে যাচ্ছে।

পারিবারিক সফরে শ্রীলংকা ভ্রমণ করার সময় তারা হংকং পালিয়ে যান এবং অস্ট্রেলিয়ায় আশ্রয় চান। তবে সৌদি কর্তৃপক্ষ তাদের হংকংয়ে আটকে দেয় এবং প্রায় ৬মাস লুকিয়ে রাখে

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, পরিবারের পুরুষ সদস্যর হাতে নির্যাতিত হয়ে ওই দুই বোন দেশ ত্যাগ করেন।

এক টুইট বার্তায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, তারা দুই বোন অনেক ঝুঁকি নিয়েছে এবং সাহস দেখিয়েছে। তাদের পরিবার বা সৌদি কর্তৃপক্ষ হয়তো তাদের ফিরিয়ে নিতে জোর করবে। কিন্তু তাদেরকে এমন আশঙ্কা ছাড়া জীবনযাপন করতে দিতে হবে।

চলতি বছরের শুরুর দিকে পরিবার থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছিলেন আরেক সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ আল-কুনুন। ওই ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত হওয়ার পর তিনি কানাডায় আশ্রয় পান।

উল্লেখ্য, নিজের বাড়িতে নির্যাতিত হচ্ছেন এমন অভিযোগ তুলে রক্ষণশীল দেশ সৌদি আরব থেকে প্রতিবছর শত শত নারী পশ্চিমা দেশগুলোতে পালিয়ে যাচ্ছে। সৌদি আরব থেকে পালিয়ে যাওয়া নারীদের ধরতে পারলে পরিবারের অবাধ্য হওয়ার দায়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বা তাদেরকে একটি আটককেন্দ্রে রাখা হয়।