মার্চ ২৭, ২০১৯ - Women Words

Day: মার্চ ২৭, ২০১৯

কংগ্রেসে যোগ দিলেন ঊর্মিলা মাতণ্ডকর

কংগ্রেসে যোগ দিলেন ঊর্মিলা মাতণ্ডকর

রূপালী পর্দার তারকাদের রাজনীতিতে যোগ দেয়ার ধারায় এবার কংগ্রেসে যোগ দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিজেপির শক্ত ঘাঁটি মুম্বাই (উত্তর) আসনে প্রার্থী হতে পারেন ঊর্মিলা। যেখানকার সাংসদ গোপাল শেট্টি। আজ ২৭ মার্চ বুধবার দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন ঊর্মিলা। কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে ঊর্মিলার দলে যোগদানের খবর জানানো হয়। ঊর্মিলা জানালেন, তার পরিবার বরাবরই মহাত্মা গাঁধী, জওহরলাল নেহরু ও সর্দার বল্লভভাই পটেলের মতাদর্শে বিশ্বাসী। ফলে তিনি নিজেও সেই মতাদর্শেই বেড়ে উঠেছেন। তার পরিবারের লোকজন শিক্ষকতার সঙ্গে জড়িত থাকলেও ফিল্মে এসেছিলেন তিনি। ফিল্মে এলেও ছেলেবেলা থেকেই ছিলেন সমাজ-সচেতন। সেখান থেকেই রাজনীতিতে আসা। ৪৫ বছর বয়সী অভিনেত্রী ঊর্মিলা বলেন, কেবল ভোটারদের টানার জন্য তারকাদের রাজনীতিতে আনা হয়। অনেকের এমন ধারণা রয়েছে।
বরগুনায় শিশু ধর্ষণের অভিযোগ

বরগুনায় শিশু ধর্ষণের অভিযোগ

বরগুনা সদর উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। মেয়েটির বাবা একজন দিনমজুর। শিশুটির মা বলেন, বিকেলে আমার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ হওয়ার কারণ জিজ্ঞাসা করার পর জানতে পারি, আমাদের আশ্রায়নের কেউ ওকে নৌকায় করে পার্শ্ববর্তী কেওড়াবনে নিয়ে ধর্ষণ করেছে। এরপর মেয়ের অবস্থা খারাপ দেখে হাসপাতাল নিয়ে আসি। তবে ধর্ষকের নাম সে জানাতে পারেনি। বরগুনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নিহার রঞ্জন জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। সূত্র: কালের কন্ঠ
স্বামীর মৃত্যুর শোকে স্ত্রীর আত্মহত্যা

স্বামীর মৃত্যুর শোকে স্ত্রীর আত্মহত্যা

স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে। ১২ বছর আগে ভালবেসে বিয়ে করেছিলেন। পরিবার নিয়ে কোচবিহারের সুনীতি রোড বাই লেনে থাকতেন অভিজিৎ গুহ। শহরে একটি প্যাথোলজিক্যাল ল্যাব চালাতেন তিনি। স্ত্রী ঋদ্ধি ও দুই সন্তানকে নিয়ে ছিল সুখের সংসার। তাদের পরিবারের লোকজন জানিয়েছেন, তেমন কোনও শারীরিক সমস্যা ছিল না। রোববার রাতে হৃদরোগে আক্রান্ত হন অভিজিৎ। তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। সোমবার রাতে হাসপাতালে মারা যান তিনি। শেষ সময়ে স্বামীর কাছেই ছিলেন তার স্ত্রী। গতকাল মঙ্গলবার সকালে যখন অভিজিতের মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই তিনতলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন তার স্ত্রী। হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার আকস্মিকতা
৬মাস আটকের পর হংকং ছাড়লেন দুই সৌদি বোন

৬মাস আটকের পর হংকং ছাড়লেন দুই সৌদি বোন

সৌদি আরব থেকে পালিয়ে হংকংয়ে আশ্রয় নিয়েছিলেন সৌদি দুই বোন রীম (১৮) ও রাওয়ান (২০)। ৬মাস হংকংয়ে আটক শেষে জরুরি ভিত্তিতে সোমবার তারা হংকং ত্যাগ করেছেন। তবে তাদের গন্তব্য প্রকাশ করেননি তাদের আইনজীবী মাইকেল ভিডলার। আইনজীবী মাইকেল ভিডলার জানিয়েছেন, পরিবারের নির্যাতন থেকে রক্ষা পেতে এতোদিন ধরে তারা হংকংয়ে পালিয়েছিলেন। পরে হংকং থেকে জরুরি মানবিক ভিসা নিয়ে সোমবার নতুন দেশের উদ্দেশে পাড়ি জমিয়েছেন তারা। তবে এই দুই বোন ঠিক কোন দেশে গিয়েছেন তা জানাননি মিশেল। তারা দুজন এখন মুক্ত জীবনযাপন শুরু করতে যাচ্ছে। পারিবারিক সফরে শ্রীলংকা ভ্রমণ করার সময় তারা হংকং পালিয়ে যান এবং অস্ট্রেলিয়ায় আশ্রয় চান। তবে সৌদি কর্তৃপক্ষ তাদের হংকংয়ে আটকে দেয় এবং প্রায় ৬মাস লুকিয়ে রাখে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, পরিবারের পুরুষ সদস্যর হাতে নির্যাতিত হয়ে ওই দুই বোন দেশ ত্যাগ করেন। এক টুইট বার্তায় অ্যাম